শোলে রিলিজ হয় ১৯৭৫ সালের ১৫ আগষ্ট। মুভিটার প্রড্যুসর জি পি সিপ্পি , তার সব কিছু খরচ করে ফেলেন শোলে নির্মান করার উপর। বিদেশ থেকে নিয়ে আসা হয় একশান ডিরেক্টর।
প্রচুর খরচ করা হয় শোলে নির্মান করার উপর। জি পি সিপ্পি তার সব কিছু বাজি রেখে নির্মান করেন সেই সময়ের সবচেয়ে খরচবহুল মুভি শোলে।
ছবিটা রিলিজ হওয়ার পর জিপি সিপ্পি পড়ে যান মহা ফাপ্পরে। কোন হল মালিক কিনতে চাননা এই মুভি। কি করে কিনবে? এত দাম দিয়ে এই মুভি কিনে কোন হল মালিক রিস্ক নিতে চাননি। কোথাও চালাতে না পেরে সিপ্পি শেষ পর্যন্ত, তার এক বন্ধু হলের মালিককে প্রায় বাকিতে বিক্রি করেন এই মুভি। শর্ত, ছবি যদি চলে তাহলেই টাকা পাবেন সিপ্পি, নাহলে লস। দেওলিয়া হয়ে যাবেন সিপ্পি।
ছবিটা চালানোর ১ম দিন মাত্র ১৪ জন দর্শক আসেন মুভিটি দেখতে, পুরো হলই প্রায় খালি থাকে। ২য়, ৩য় এমনকি ২ সপ্তাহ পর্যন্ত প্রায় খালি থাকে হল। তারপর শুরু হয় আসল খেলা। ২য় সপ্তাহর পর থেকে হল হয়ে যায় হাউজফুল। সেই শুরু, তখন থেকে প্রায় দশ বছর শোলে যে হলে চলেছে সেখানেই থেকেছে হাউজফুল। তখন থেকে এখন পর্যন্ত বিভিন্ন হলে শোলে চলে আসছে।
শোলের কিছু হিট ডায়লগ:
* আধে ইধার যাও, আধে উধার যাও, বাকি মেরে সাথ আও। (আসরানী)
* কিতনে আদমী থে। (আমজাদ খান)
* তুমহারা নাম কেয়া হেয় বাসান্তী?
আপনে পুছা তো বাতা দেতি হু, মেরা নাম বাসান্তী হ্যায়।
পেহেলীবার শুনা ইয়ে নাম। (অমিতাভ, হেমা মালীনি)
* ইয়ে হাত মুঝে দেদে ঠাকুর। (আমজাদ খান)
* জাগদীপের নাম এই সিনামার পর থেকে সুরমা ভোপালী হয়ে যায়।
কাস্ট:
অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালীনি, জয়া ভাদুরী, সন্জীব কুমার, আমজাদ খান, আসরানী এবং জাগদীপ।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




