স্মৃতিতে তোমায় হাস্যোজ্বল রেখে এগিয়ে চলি।
বাবা তুমি অন্যরকম, তাই তোমায় নিয়ে দাবা খেলতাম,
লুডু, ক্রিকেট আর পিকনিক আর আড্ডাবাজি করতাম
বাবা তুমি অন্যরকম, তাই সামান্য কারণে তোমার সাথে লড়াই করতাম
আর একসাথে দুজনে রান্নার আয়োজন করতাম আর খবর আর দেশ- বিদেশের হালচাল বলতাম
বাবা তুমি অন্যরকম, তাই তোমার মিষ্টি ভেসপায় চড়ে ঘুরে বেড়াতাম
ইস তোমার সামনে বসতে বেশি মজা ছিল, যেদিন থেকে পিছে বসলাম মন খারাপ লাগত
বাবা তুমি অন্যরকম, ছোটবেলায় অতি আর আমি তোমার সাথে সারাক্ষণ খেলতাম
তোমায় নিয়ে গোসল, খাওয়া দাওয়া সব করতাম, বড়দের শাসনের মধ্যে তোমায় দেখে স্বস্তি পেতাম।
বাবা তুমি অন্যরকম, তাই কালীপুজোয় তুমি সব প্রদীপের আলো প্রজ্বলিত করতে
আর আমি তোমার জন্য “হিমের রাতে ঐ গগনের দ্বীপগুলিরে“ গানটি গাইতাম
বাবা তুমি অন্যরকম, তাই জন্মদিনের উপহার ছিল দেশ আর আনন্দমেলা
আর ডায়েরি দিয়ে আমায় লিখতে বলতে,একটু লিখার অভ্যাস ছিল বলে
বাবা তুমি অন্যরকম, তাই আমকে মাদুলি, থাতুলি বলে চিৎকার করতে করতে বাসায় আসতে
আর আমি দরজা খুললে ভীষণ খুশি হতে, মার সাথে খুনসুটি করে আমাকেই ভাল বলতে
বাবা তুমি অন্যরকম, তাই তোমার স্পেসাল তরকারি ছাড়া কোনকিছুতে স্বাদ পাই না
সব ঘাসের মত চিবাই, আর মানুষকে খুশি করি বলি, অনেক মজা হইছে
বাবা তুমি অন্যরকম, তাই বাজারের কোন আধুনিক পোষাক আমার মনে দাগ ফেলে না
তোমার মেশিনের হেল্পার হয়ে সেলানো ড্রেসগুলিই ছিল সেরা, কি ছাইপাশ এইগুলি
বাবা তুমি অন্যরকম, তাই খবর আর প্রযুক্তিতে তথ্য তর্ক করে
কারও সাথে এমন আনন্দ খুঁজি পাই না, ভাবে মেয়েমানুষের এত কি মতামত
বাবা তুমি অন্যরকম, তাই পাতার পর পাতা আমি
তোমায় নিয়ে ক্রমাগত লিখতে পারি, তোমার অস্তিত্বকে অনুভব করতে পারি
বাবা তুমি অন্যরকম, তাই আমি তোমাকে প্রচণ্ড ভালবাসি ঐ তারার মধ্যে
অহেতুক খুঁজে বেড়াই না হৃদয়ে সযত্নে রেখে দিয়েছি প্রাণোজ্জ্বল করে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১১ ভোর ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




