× এটা মোটেও মুসলমান এবং বৌদ্ধদের কোন ধর্মযুদ্ধ না
× জাতি হিসেবে বার্মিজদের গোয়াড় হিসেবে বদনাম আছে, এটা তারই বহি: প্রকাশ
× কিছু রোহিঙ্গা যুবক স্থানীয় নারীকে ধর্ষণ করার পর এই দাঙ্গার সূত্রপাত, যার ফলে নিরীহ মানুষরা মারা যাচ্ছে, যারা মুসলমান এবং বৌদ্ধ উভয়ই
× বার্মিজ সরকার বিষয়টি মোটেই সঠিকভাবে হ্যান্ডেল করছে না বা পারছে না বা সদিচ্ছা নেই
× পশ্চিমা দেশগুলি (আমেরিকা, ইউকে, অষ্টেলিয়াসহ অন্যান্য) কিছুদিন ধরে সেখানে নানা অবরোধ তুলে নেয়া সহ নানা সুবিধা ঘোষণা করছে, এই বিষয়ে তারা কিন্তু কোন শক্ত অবস্থানে যায় নাই, অথচ তারা শক্ত করে ধমক দিলে কিন্তু কাজ হয়....
× এদিকে অং সান সুকি ইউরোপ সফরের উদ্দেশে আজ বুধবার দেশ ত্যাগ করেছেন, উনি মানবাধিকার পদব গ্রহণসহ নানা অনুষ্ঠানে অংশ নেবেন..উনি কিন্তু সফর বাতিল করেন নাই...
× সিরিয়া, মিশর, ইরাকসহ বিভিন্ন দেশে মুসলমানরা নানাভাবে নিহত হচ্ছে এবং অনেক স্থানে ঘাতক এবং নিহত উভয়েই মুসলমান..তখন কিন্তু আমরা এতো টেনশন করি না....
× বৌদ্ধদের বিরুদ্ধে বা ধর্মযুদ্ধ বানানোর চেষ্টা বা দেশের বৌদ্ধদের কোন ক্ষতি হয়..এক কথায় সাম্প্রদায়িক উস্কানি/উত্তেজক কিছু প্রচার ঠিক না...
× এটা ঠিক, বিভৎস ছবি দেখে আমরা মাথা ঠিক রাখতে পারছি না... কিন্তু তাই বলে অতো টেনশন করার মতো কিছু দেখছি না... বরং খাস দিলে আল্লাহ্ কাছে দোয়া করেন যাতে তাদের সমস্যা দূর হয়....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




