আমি এই ব্লগে প্রায় পোনে দুই বছর ধইরা। শুরুর থিকা রাজাকারগো দাপাদাপি দেইখা আইতাছি। এগোরে কমপক্ষে ৫০ বার চোখে সুই ফুটাইয়া দেখানো হইছে যে তগো বাপেরা চাচারা ১৯৭১ সালে কি করছে আর স্বাধীন বাংলাদেশে কেমনে কেমনে কোন চিপা দিয়া বাইর হইয়া গেছে। প্রত্যক্ষ অভিজ্ঞতা থিকা জানি শিবিররের পোলাপান কোন কিছুরে যদি ডরাইয়া থাকে তাইলে সেইটা হইল পাবলিকের মাইর। যেই কয়টা শিবির এই দেশে আইজ পর্যন্ত হালাক হইছে তার প্রায় সবই পাবলিকের মাইরে। এই ভয়টা অগোরে সব জাগায় তাড়া করতে থাকে। বিভিন্ন পাবলিক প্লেসে, যেরকম কমিউনিটি ব্লগে ওরা এই ভয়ের কারণে শুরুতেই কিছু চিল্লাবাল্লা কইরা আগে একজাগা হয় তারপর খুইজা বাইর করে কিছু দরদী সুশীল। যেইখানে এইরকম দরদী পায়না সেইখানে নিজেগো মধ্য থিকা কাউরে সুশীল বানাইয়া লয়, যে নানারকম হাহাহিহিহেহেগিগিগুগু কেমোনাছোবালাছিআমারবিলাইকেনোদিনদুইধইরাচ্যাগাইয়াহাটেওমাতাইনাকিবলিসকি ইত্যাদি কইয়া ভোদাই লোকজনের ছিমপেথি ডোরো করে। তারপর ধীরে সুস্থে ফণা বাইর কইরা ছোবল দেওয়া শুরু করে। ঐসময় তাগো ধরতে গেলেই সুশীলগো লুঙ্গী নাইলে ঘাগড়ার নীচে ঢুইকা আঙলি করতে করতে কয় দেখেন দেখেন অরা আমারে মারে! এই সুশীল মাদারিরা তখন হাইকোর্ট দেখাইয়া আল বাদরগো পলানোর রাস্তা বাইর কইরা দেয়।
বেশ কয়েকটা অনলাইন গ্রুপ/ফোরামে ঠিক এই চিত্রটাই দেখছি। সামহোয়ারইনে বাংলা লেখা যায় ,এই জায়গাটা ওপেন, ভিজিটের হার মারাত্মক হাই এইসবের জন্য এই জাগাটা শুরুর থিকাই রাজাকাররা দখলের তালে আছে। ধাতানি খাইয়া দুইচাইরদিন এইচিপা সেই চিপায় পলায়, তারপর আবার ফোঁস কইরা উঠে। প্রত্যেকটা পরবর্তী ফোস করার কামে সহায়তা দেয় সুশীল শালার পুতেরা।
এই তথাকথিত সুশীলগো উদ্দেশ্যে আমার একটাই কথা। আপনারা যতই জামাতের পীঠে মলম লাগাইয়া তাগো আঙ্কেলান্টি হইতে চান না ক্যান জবাই করার সময় তারা কিন্তু আমার লগে আপনারেও ছাড়বো না, যদি আপনি নিতান্তই ভদ্রতা বা তথাকথিত মানবতার খাতিরে আহা ওদের মেরোনা চুদাইয়া থাকেন। পরবর্তী রায়ের বাজার/মীরপুরে আপনার লাশটা দেখবেন আমার লাশের পাশে পইড়া রইছে। এর বাইরে অবস্থান মোটে আর একটা। সেইটা হইল তালোয়ার হাতে নিজামী-কামরুজ্জামানের পোলামাইয়ানাতিপুতি গো পাশে খাড়াইয়া তামশা দেখা। তাইলে তো হইলোই। সেই মতলবে যদি থাকেন তো গালা হ্যাকরানি মাইরা পজিশন কিলিয়ার করেন। আমরাও শত্রুমিত্র চিনতে শিখি।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৩