“গাজীপুরের ১১ বছরের এক হিন্দু মেয়েকে মুসলিম নামধারী এক কুলাঙ্গার ধর্মান্তরিত করে ৫৫ দিন ধর্ষণ করেছে।”
আর এ খবর শোনার পর থেকে শুরু হইছে বামপন্থীদের চুলকানি। ওনারা এখানে ইসলামের গন্ধ খুঁজে পাচ্ছেন। কারণ ধর্ষক কুলাঙ্গার নাকি একজন মুসলিম নামধারী এবং মেয়েটিকে জোরপূর্বক ধর্মান্তরিত করেছেন। ইসলাম নিয়ে তাঁদের চুলকানি দেখে মনে হচ্ছে, তাঁদের কাছে এই কুলাঙ্গার ধর্ষকই ইসলামের প্রতিনিধিত্ব করে!!
এই কুলাঙ্গার ধর্ষকই যদি ইসলামের প্রতিনিধিত্ব করে তাহলে নিশ্চয়ই পরিমল, তারকচন্দ্র মন্ডল, চন্দন পোদ্দার, অরূণ চৌধুরীরাও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে!!
যাইহোক আমি কখনোই বলবোনা যে, পরিমল, তারকচন্দ্র মন্ডল, চন্দন পোদ্দার, অরূণ চৌধুরীরা হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে। কারণ আমরা জানি ধর্ষকের কোন ধর্ম নেই,তার কোন পরিচয় নেই। তার পরিচয় একটাই- সে একজন ধর্ষক সে একটা পাষন্ড।
তার একমাত্র শাস্তি মৃতুদন্ড ।
ধর্ম কোন দিনই এই ক্ষেত্র বাধা হতে পারে না । ভারত , পাকিস্তান সব জায়গায় ধর্ষন হয় ।
সবচেয়ে বেশি হয় তথাকথিত উন্নত জাতি আমেরিকায়।
ধর্ষনের ব্যাপারটা পুরাটাই ধর্ষকের মানসিকতার উপর নির্ভর করে ধর্মের উপর না।
তাই তথাকথিত সুশিল সমাজের কাছে আবেদন একটা কুলাঙ্গারের কারনে শান্তির ধর্ম ইসলামকে গালিগালাজ করবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



