আন্তর্জাতিক আদালত যুদ্ধাপরাধীর বিচার করেছে।৩২৭ প্লাস খুনের আসামী কাদের মোল্লার যাবতজীবন মানে ১৪ বছরের জামাই আদর পাবলিকের পয়সায় চলা রাষ্ট্রীয় জেল খানায়।আমরা আমজনতা এটা মানতে পারিনি।রাজাকারকে এতগুলো খুনের দায়ে ফাঁসি না দিয়ে তার ১৪ বছরের মানে যাবৎজীবন কারাদন্ড হওয়া মানেতো পদ্মার জলে বুড়িগঙ্গার পুজো হওয়া।আমার দেশের আলো হাওয়াতে সে জেলখানায় বসে আমাদেরই ভ্যাটের আর কর খাজনার পয়সায় জামাই আদরে সারা জীবন খাইবে আর আমরা ন্তর্জাতিক আদালতকে বাহ্ বা দিব।চমৎকার তো! কিন্তু আমরা সেটা মানতে পারিনি।আমাদের রক্তই আমাদের টেনে নিয়েছে শাহবাগের মাটিতে।
ফলাফল আমরা আমজনতা পয়েছি ভারতীয় দালাল কিংবা ধর্মদ্রোহী অপবাদ কিংবা বিরিয়ানী সাথে ২০০ টাকা ভাড়া খাটা চাকরের অপবাদ।আর বর্তমান সময়ের সবচেয়ে সজাগ এবং সোচ্চার একটা কমিউনিটি যাদের ব্লগার নামে অনলাইন দুনিয়া চেনে তারা পাচ্ছে নাস্তিক আর বেশ্যার অপবাদ।
এই দেশটাতো কোন ধর্ম ব্যবসায়ী বা কোন ধর্মধারীর একার নয়।এদেশের প্রধান ধর্ম ইসলাম।হিন্দু ও আছে কিছু।বোদ্ধ আর ঈসায়ী ধর্মের যৎসামান্য।তাদের ভিতর নাস্তিক ও আছে।নাস্তিকতা যার যার ব্যক্তিগত ব্যাপার।ধর্মে কে বিশ্বাসী আর কে অবিশ্বাসী সেটা দিয়ে দেশপ্রেমের পথে কিংবা প্রেমের পথে তো বাধা সৃষ্টি করা যাবেনা।অথচ এই দেশের কিছু ইলেকট্রনিক্স আর কাগুজে মিডিয়া শাহবাগ মানেই নাস্তিক ব্লগার বেশ্যাদের অঙ্গন এর ধোয়া তুলে তারা ব্লগ এবং ব্লগারদের পিছনে লাগছে।
দেশ প্রেম কিংবা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই যদি বেশ্যা হতে হয় তাহলে আমরা যারা শাহবাগ গেছি যাচ্ছি তারা সবাই বেশ্যা।
শাহবাগের যুদ্ধে নিহত ব্লগারদের প্রধানমন্ত্রী দয়া করে নামের আগে বেশ্যা উপাধি জুড়ে দিন।আর যারা নিহত হয়নি তাদের নামের আগে নাস্তিক বেশ্যা ব্লগার অমুক জুড়ে দিন আমরা তা সাদরে গ্রহন করব।
এবার নিজ এলাকার এম,পি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার এক টাকার কয়েন মূল্যের প্রশ্নঃ কাদের মোল্লার বিচারের রায় কি আন্র্জাতিক আদালত আপনার অজান্তেই লিখে ফেলেছিল? যেমনটি বি,ডি,আর বিদ্রোহ আপনার আর সাহারা খাতুনের অজান্তেই হয়েছিল?
এবার জাতির ভাবি বিরোধী দলীয় নেত্রী খালেদা আপনার কাছে প্রশ্নঃ এদেশের এই বেশ্যা প্রজন্ম ব্লগাররা এবং তাদের চোদ্দগোষ্টির ভোটে তো আপনি দুই দুই বার (বিনা ভোটে আরও একবার-২০০১) প্রধানমন্ত্রী হয়েছিলেন।আবারও হবেন।আপনি দেশের নাগরিক।আপনার স্বামী জনাব জেনারেল জিয়াও নাকি মুক্তিযুদ্ধের ঘোষক।তাহলে আপনি কেন শাহবাগ এসে নাস্তিক ব্লগার বেশ্যা কিংবা আমজনতার প্রানের দাবী রাজাকারের ফাঁসি এই দাবীতে শাহবাগ আসেননি?
আপনার দল কেন রাজাকারের ফাঁসির দাবীতে এবং সরকারের এই পুতুল আন্তর্জাতিক ট্রাইবুনালের বিচারের বিরুদ্ধে হরতাল ডাকেনি?
আপনি কেন আঙ্গুল উচিয়ে সরকারের এই হাস্যকর বিচারের বিরুদ্ধে কথা বলে শাহবাগের মাটি কাপান নাই?
তবে কি আপনি এই দেশের মানুষের দলভুক্ত নন! আপনি কি তবে রাজাকার বাঁচাতে কিছু কিছু মিডিয়াকে উসকে দিচ্ছেন? আগামীকাল দেশের ধর্মপ্রাণ মুসলীমরা যে ব্লগ আর ব্লগাদের বিরুদ্ধে নামছে জুমার নামাজ শেষে সেটার ইন্ধনও কি আপনি যোগাচ্ছেন?
আর মাননীয় প্রধানমন্ত্রী বাঙ্গালী জাতির কণ্যা শেখ হাসিনা কোন মিডিয়া কেন ব্লগ আর ব্লগারদের পক্ষে একটা শব্দও বলছেনা!
এটা কি আপনার ইশারায় নয়?
আপনারা দুজনই ভয়ে আছেন তাইনা! যে নাস্তিক ব্লগার বেশ্যাদের পক্ষে টু শব্দ করলে কিংবা রাজাকারদের ফাঁসি দিলে দেশের ভোট ব্যাংকের বড় একটা অংশই আপনাদের হারাতে হবে তাইনা!
দেশী কণ্যা আর বগুড়ার ভাবি ভুলে যাবেননা এই দেশের জণ্য ৭১ এ শহুরে এলিটবাবু আর অস্ত্রধারী জলপাই বা খাকি বাহীনির থেকেও বেশী সংখ্যায় যারা লড়েছিল তারা গ্রামের মুটে মজুর আর কৃষক। আমরা বেশ্যা বটে।তবে অনলাইন সৈনিক আমরা।যারা অধিকাংশই তরুন প্রজন্ম এবং নয়া ভোটার।টিকতে পারবেননা তাই আমাদের রায় ব্যতিত।আমরা ব্লগাররা কোন মিডিয়ার কর্পোরেট পোষ্য সাংবাদিক নই যে পয়সার অংকটা বজায় রাখতে সত্যকে মিথ্যার চাদরে মুড়ে মিডিয়ার কাটটি বাড়াবো।আমরা নিজের কষ্টার্জিত পয়সায় নেট বিল দিয়ে,অবসরটুকু থেকে নিজেকে ঠকিয়ে সময় বাঁচিয়ে ব্লগিং করি।আমরা আমাদের অব্যক্ত কথা একে অপরকে শেয়ার করি।আমরা ব্লগার।আমরা বাঙ্গালী।এই মাটি আমাদের।আমরা আমাদের মাটিতে কোন অনাচার অসভ্যতা মেনে নিবনা।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




