টরি জোন্স কোরআন পোড়াবে, চারদিকে হৈ চৈ আর প্রতিবাদ। এই প্রতিবাদের মিছিলে অংশ নেয়া মানুষগুলোর সেকি ক্রোধ, পারলে টরি জোন্স-কে কাঁচা খেয়ে ফেলে।
টরি জোন্স কোরআন পোড়াবে। কেন? দুনিয়াতে পোড়ানোর বস্তুর অভাব পড়েছে? কোরআনই পোড়াতে হবে কেন? আপনার কি মনে হয়? এত কিছু থাকতে সে কেন কোরআন পোড়াচ্ছে?
উত্তর অনেকগুলো হতে পারে, তার ভেতরে সবচেয়ে বড় উত্তরটা হচ্ছে প্রচন্ড ইসলাম বিদ্বেষ থেকে তিনি এই কাজটা করছেন। এই বিদ্বেষের পেছনে যাই থাকুক না কেন বিদ্বেষের ঝাল মেটানোর জন্য তিনি মুসলমানদের কোরআনকেই বেছে নিয়েছেন কারণ, তিনি জানেন কোরআন মুসলমানদের সবচাইতে গুরুত্বপূর্ন জিনিষ যেখানে আঘাত দিলে সমস্ত মুসলিমের হৃদয়ে আঘাত দেয়া হবে এবং তার বিদ্বেষী মন তাতে শান্তি পাবে।
আচ্ছা, টরি জোন্স যে বিষয়টা জানেন আমি মুসলমান কি সেটা জানি? কোরআন কি আমার কাছে সত্যিই খুব গুরুত্বপূর্ন বস্তু যা পোড়ালে আমার হৃদয় বিদীর্ন হবে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কিছু প্রশ্ন জাগে মনে-
১) আমার কাছে এত গুরুত্বপূর্ন মনে হওয়া কিতাবটা কি আমি পড়ে দেখেছি? (আরবীতে না বুঝলে নিদেন পক্ষে নিজের মাতৃভাষায়?)
২) আমার এত প্রিয় কোরআন এ লেখা বাক্যগুলো, শব্দগুলো কি আমার জীবনে কোন প্রভাব ফেলতে পেরেছে?
৩) আমি কি কোরআনের নির্দশগুলো মানি বা কখনো মানার ইচ্ছে মনে জেগেছে?
এই তিনটি প্রশ্নের উত্তর যদি "না" হয়, তাহলে টরি জোন্স এর সমালোচনা করার অধিকার আমার নাই। এই তিনটা প্রশ্নের উত্তর "না" হলে ধরে নিতে হবে টরি জোন্স কোরআনকে যতটা গুরুত্বপূর্ন মনে করে আমি তার অর্ধেকও করি না।
আল্লাহ সবাইকে(ইনক্লুডিং মি) কোরআন পড়ে বোঝার ও মানার তৌফিক দান করুন। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



