আবার দরজায় কড়া নাড়ছে ৬ষ্ঠ ব্লগ দিবস।এর আগে আমি ২০১২ সালে বরিশালে প্রথম ব্লগ দিবস পালনের সাথে জড়িত ছিলাম।২০১৩ সালে আর থাকতে পারিনি ব্যাক্তিগত কিছু সম্যসার কারনে।এই বছর আবার থাকার চেস্টা করবো।আমাকে গতকাল ব্লগার মোনেম মুন্না ব্লগে আমাকে এগিয়ে আসার আহবান জানায়,আমি আর মুন্না আজ বিকালে কথা বলি কি ভাবে দিবসটি পালন করা যায়।আমরা প্রথমে সিন্ধান্ত নিলাম বরিশালে যে সব ব্লগার ভাইবোন আছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য পোস্ট দিব।যারা যোগাযোগ করবে তাদের নিয়ে আমরা এক যায়গায় বসে সিন্ধান্ত নিব কি করা যায়।এর আগেরবার ঢাকা থেকে পোস্টার আর ব্যানার পাঠানো হয়েছিল,এবারও কি পাঠাবে?
আমি ব্লগার আমিনুল ভাইয়ের কাছ থেকে জেনে নেব।আমার একটা অনুরোধ বরিশালের ব্লগার যারা আছেন তারা এই নাম্ভারে ফোন দিয়ে আওয়াজ দেন- ০১৭২৩-৩৮৮৫৭১ নেবুলা মোর্শেদ।আর মুন্নার পোস্ট স্টিকি করা আছে সেখান থেকে মুন্নার সেল ফোনে আওয়াজ দেন।আর ফোনে যারা আওয়াজ দিতে চান না। তারা এই স্থানে মেইল করুন [email protected].
ভাই এই দিবসটি কোন রাজনৈতিক দিবস নয় আশাকরি এই বার ভালো আওয়াজ পাবো।রাতে মুন্না আর একটি পোস্ট দিবে।কাজেই তৈরী হয়ে যান আওয়াজ দেবার জন্য।
বিঃদ্রঃ কেউ কিছু জানতে চাইলে আমার হয়ে উওর দিয়ে দিবেন।আমি বেশিক্ষন নেটে থাকতে পারছি না।
আলোচিত ব্লগ
জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।

১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।