শুক্রবার, ০৮ই ফেব্রয়ারী ২০১৩
স্থানঃ- গণজাগরণ মঞ্চ (শাহবাগ স্কয়ার)
সময়ঃ- বিকাল ৩টা
আমার মত যারা দুর্ভাগা গণজাগরণ মঞ্চ-এ যেতে পারছেন তারা আমাদের সঙ্গে যোগদিন।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় কাঁঠাল তলাস্থ্য দত্ত মঞ্চে
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ
সমাবেশ!! সমাবেশ!! সমাবেশ!!
শুক্রবার ০৮ই ফেব্রুয়ারী ২০১৩
স্থানঃ- দত্ত মঞ্চ (বদরগঞ্জ)
সময়ঃ- বিকাল ৩টা।
আমাদের মুল দাবিঃ-
* কসাই কাদের সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীর ফাঁসি।
* জামায়াত-শিবির রাজাকারের রাজনীতি নিষিদ্ধকরণ।
দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচী চলবে। এ আয়োজনে স্বতস্ফুর্ত অংশগ্রহণের প্রত্যয ব্রক্ত করেছেন সর্বস্তরের জনগণ, সুশীল সমাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিক্ষক-ছাত্র।
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
আতাঁতের রায় মানি না।
কসাই কাদের সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই,ফাঁসি....ফাঁসি।
তুই রাজাকার, তুই রাজাকার জামায়াত-শিবির তুই রাজাকার
এই মহুর্তে বাংলা ছাড়।
পক্ষ নিলে রক্ষা নাই, রাজাকারের ফাঁসি চাই
ফাঁসির কথা না বললে সমাবেশে আসিস না ভাই।
এমন কার দরকার নাই
ফাঁসি চাই,ফাঁসি।
ফাঁসি ছাড়া বিকল্প কোন রায় নাই,
বিকল্প রায়ের স্থান নাই।
দাবি একটাই বিকল্প দাবি একটাই ফাঁসি চাই,ফাঁসি চাই।
সকল মনবতাবিরোধী য়ুদ্ধাপরাধীদের ফাঁসি চাই,ফাঁসি।
আয়োজনেঃ- রিপোটার্স ইউনিট,বদরগঞ্জ-রংপুর।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



