আজকে পবিত্র জুম্মা বার, মুসলিম উম্মার একটি পবিত্র দিন। জুম্মার নামাজের আগে ও পরে ইসলামের নামে কেউ যেন মসজিদকে ব্যবহার করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে গণজাগরণ মঞ্চ-এর আজকের কর্মসূচী স্বতঃস্ফূর্ত ভাবে পালন করুন স্বস্ব অবস্থান থেকে নিজ নিজ এলাকায়।
“অগ্নিঝরা মার্চে বজ্রকন্ঠে আওয়াজ তুলুন.
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
তুমি কে আমি কে
বাঙ্গালী, বাঙ্গালী।
তোমার আমার ঠিকানা,
পদ্মা, মেঘনা, যমুনা।
রাজাকারের ঠিকানা ফাঁসির পর পাকিস্তানের মোহনা।
একটাই দাবি ফাঁসি চাই,ফাঁসি।
জয়বাংলা।”
নিম্নোক্ত কর্মসূচী নিজ দায়িত্বে সারাদেশে ছড়িয়ে দিন।
১) জুম্মার নামাজের পরে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দেশের সকল মসজিদে দোয়া মাহফিল।
২) সন্ধ্যায় দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
৩) একি দিন দেশের সকল জেলা উপজেলায় গণজাগরণ মঞ্চের আয়োজনে জনসমাবেশ।
৪) বিকাল ৩ টায় শাহবাগ প্রজন্ম চত্বর “গণজাগরণ মঞ্চ”-এ জনসমাবেশ।
২ মার্চ শনিবার সকাল থেকেই সারাদেশে সকল সরকারী- বেসরকারী, আধাসরকারী-স্বায়ত্তশাসিত এবং সকল ধরণের প্রতিষ্ঠান, সকল যানবাহনে, বাসাবাড়ীতে জাতীয় পতাকা উত্তোলন।
একই দিন সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ছাত্র শিক্ষক, কর্মচারী সকলে মিলে বিক্ষোভ সমাবেশ।
আগামী রবি-সোমবারের জমায়াতিইসলামের ডাকা হরতালকে বিগত হরতাল গুলোর মতো প্রতিহত করুন।
সবার সুস্বাস্থ্য কামনা করছি।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




