স্যার,
আপনাদের শাসনকালীন শেষ সময়ে মাতৃভূমি ত্যাগ করেছিলাম উচ্চতর ডিগ্রী নেবার জন্য। শুধু মাত্র দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি ছাড়া তখন দেশ ছিল শান্তিপূর্ণ।
আজ আমার শিক্ষাজীবন শেষ এর পথে, তাই দেশে ফেরার সময় এসেছে।
কিন্তু দেশের দুই মহান দেশপ্রেমিকের কল্যাণে দেশে ফেরার ব্যপারে পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী, শুভাকাঙ্খিগণ কেওই আশাবাদ যোগাচ্ছেন না । সবাই চাইছেন যেন বাইরে সেটেল্ড হই।
কিন্তু দেশে ফিরবোই ইনশা আল্লাহ! তাই আপনাদের কথা খুব বেশি মনে পড়ছে। আপনাদের সব কাজে আমাদের সবসময় সমর্থন ছিল, এখনও আছে এবং থাকবে।
গত ২০ বছরে দুই মহীয়সী দেশপ্রেমিকের দেয়া গণতন্ত্রের সুফলের জোয়ারে ভেসে দিশেহারা ও দিগ্বিদিক শুন্য হয়ে গিয়েছি । মহান দুই দেশ প্রেমিককে চিরতরে দেশ থেকে বিদায় করার জন্য আপনাদের কে খুব বেশি প্রয়োজন। গতবারের মত আর দয়া দেখাতে যাবেন না, আশা করি।
প্লিজ স্যার ! দেশের এই বীতঃশ্রদ্ধ জনগণের ডাকে আবারো ফিরে আসুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


