কি পেয়েছি বা কি হারিয়েছি অথবা কি পাচ্ছি বা হারাচ্ছি একটা নিয়ে আর ভাবতে ইচ্ছে হয়না ।
তবুও চিন্তা গুলো মাথায় ঝড় তোলে । নিঃসীম আঁধারে বসে ভেবে চলি নিরন্তন ।
খুব কষ্ট হয় , ক্ষনিকের সুখ গুলো অনেক বেশি আনন্দময় । কিন্তু তা খুবই নগন্য সময়ের জন্য আর বাকিটা হাহাকার অথবা হৃদয়ে রক্ত ক্ষরন নিয়ে বেঁচে থাকা ।
মাঝে মাঝে বেঁচে থাকার কোন মানে খুজে পাই না ,পাইনা ফিরে যাবার রাস্তা সেই সুখের অতীতে ।
"কতশত বসন্ত পেরিয়ে গেলো এই ছোট্ট জীবনে ,বয়ে গেল বাসন্তি হাওয়া । তবুও হাওয়াটা গা ছুয়েই গেছে ,কখনো হৃদয়ে লাগে নি ।"
প্রায়ই অসীম শূন্যতায়
হারিয়ে যাই ,চলে যেতে ইচ্ছে করে শূন্যের কেন্দ্র বিন্দুতে ।
তবু কেউ একজন আমাকে অদ্ভুত মায়ায় বেঁধে রেখেছে ।
বারবার টেনে আনে শূন্যতা থেকে ।
ঠিক যেমন "মাঝে মাঝে মেঘ তপ্ত রোদ্দুর
থেকে মুক্তি দেয় ,আবার কখনো বৃষ্টি হয়ে ভেজায় ।
হঠাত্ ই বাতাসে ভেসে কোথায় সে হারিয়ে যায় ,
বুঝতেই পারিনা । "
যে মায়ায় সে বেঁধে রেখেছে , তা থেকে ছোটার উপায়
আমি ভুলে গেছি অথবা কখনো জানতামই না . . . . . . .
এসব ভাবতে ভাবতেই কত শত নির্ঘুম রাত কাটিয়ে দিলাম . . . . দিচ্ছি . . . . !
কেই বা জানে !
আরো কত রাত এভাবে কাটিয়ে দেবো / কাটাতে হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





