নিঃসঙ্গ সময় গুলোয় এলোমেলো কিছু চিন্তা মাথায় ঘুরপাক খায় ।
বড় কষ্ট হয় !
এই ছোট্ট জীবনে আনেক কষ্ট বুকেরভেতর গুমরে কাঁদে ।
অতীত আর বর্তমানকে রমন্থন করে আমার সময় কেটে যাচ্ছে ।
অধিকাংশ রাতই কাটাই নির্ঘুম ।রাতের অঁধারের সাথে কষ্ট গুলোকে মেসাতে চাই ।
রাতের চাঁদকে ,জোস্ছনাকে একসময় অপূর্ব লাগতো ।
আর এখন জোস্ছনাকে মনে হয় মরুর তপ্ত বালির উত্তাপ ।মনে হয় যেন আমার অন্তর টাকে জ্বালিয়ে দিল ।
কষ্ট গুলো নিরবে গুমরে কাঁদে,তবু চোখ দিয়ে আজো বর্ষা নামেনি ।
আমার হৃদয়ের রক্ত ক্ষরন নিজ চোখে তাকিয়ে দেখি ।
"কি অপূর্ব সেই নীল কষ্ট
কি অপূর্ব সেই বেদনা
কি অপূর্ব হৃদয়ে ক্ষরন হওয়া লাল রক্ত ।"
একাকিত্বই আজ আমার সঙ্গী ।
আমাকে স্বান্তনা দেওয়ের মত আজ আমার পাশে কেউ নেই ।
হয়তো আসবার মত কেউই নেই আমার ।
"কোন তারা কবে নিভে গেল , আকাশ কি তা মনে রাখ ?
হয়তো একদিন আমিও এ ভাবেই হারিয়েযাব ।"
জানি কেউ মনে রাখবেনা ।
"জানি পৃথিবীর বৃন্ত হতে ঝরে যাব একদিন ,
কত আশায় ভরসায় বাঁধি বুক ,
কেটে যায় অষ্ট প্রহর"
আঁধারে জেগে থাকি জোস্ছনার আশায়
তবু কেউ পাশে আসেনি
জানি আসবেও না
আমি সময়ের ফেরিওয়ালা । সময়ের ফেরিওয়ালাদের কাছে সময় স্থবির ।তারা তাদের নির্দিষ্ট মানুষেটার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে রাজি । সময়ের ফেরিওয়ালা সারাটা জীবন একজন নির্দিষ্ট মানুষের জন্য অপেক্ষা করে , যাকে সে তার সব জিনিস উজার করে দেয় ।
এখনো অপেক্ষায় আছি ,জানিনা আর কত দিন থাকতে হবে. . . . . . . . . . . . . .
আনমনে কিছু এলোমেলো ভাবনা (০১)
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





