মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্তদের জন্য রিক্সা একটা সাধারন পরিবহন। রিক্সা না থাকলে এই দেশের অনেক মানুষের উপার্জনের কি হত তা ভাবলে ভয়ে গা শিহরে উঠে! আর পাশাপাশি মধ্যবিত্ত, নিম্মবিত্ত পরিবারের বাহন হিসাবে কি হত তা ভাবতেই পারছি না। এখন শহরে বাসে উঠে কোথায় যাওয়া আসা কি কষ্টকর তা এক মাত্র ভুক্তভোগীরাই জানেন। নারীরাতো বাসে প্রায় উঠতেই পারেন না! আর হরতালে এবং অবরোধে! আহ, রিক্সা না থাকলে, হেঁটে অফিসে আসা যাওয়া করে রাতে হাত পা ফুলে যেত, মালিশ করা এবং হারিকেন দিয়ে সেঁকে নিতে হত! চলুন, এই প্রিয় বাহনের ছবি দেখি! ছবি গুলো নেট থেকে নেয়া।
একদিন বিদেশীরা এদেশে এসে রিক্সা চালাইবে এবং টাকা রুজি করবে!
হরতাল, অবরোধে চালক ভাইরা সব সময়ে খুশি থাকেন। জ্যাম নেই, মন খুলে রিক্সা চালনা যায়!
রিক্সার একটা আলাদা সৌন্দর্য্য আছে!
আমরা যত যাই বলি, রিক্সাচালনা খুব কঠিন কাজ, বিশ্রাম খুব জরুরী।
তরুন বয়সে একবার এই পেশায় প্রবেশ করলে আর সারাজীবনেও বের হওয়া যায় না!
মজিনা ভাই নানা হয়েছেন অতিসম্প্রতি, অভিনন্দন। কিন্তু তিনি কেন একদিনের রিক্সাওয়ালা হয়েছিলেন তা জানা যায় নাই!
আপা রিক্সা চালনা কেমন লাগছে?
রিক্সা ছাড়া নাটকে প্রেম জমে না!
রিক্সা চালকদের সাথে ভাড়া নিয়ে প্রায় রাস্তায় দেখি ঝগড়াঝাটি। অনুগ্রহ করে এমন করবেন না। রাস্তায় হাজার হাজার রিক্সা আছে, ভাড়া ও জায়গা চিনিয়েই রিক্সায় উঠুন। কি দরকার এই খেটে খাওয়া মানুষ গুলোর সাথে কথা কাটাকাটি করার।
একবার গ্রামে গিয়ে আমি রিক্সা চালাই এবং আমার এই অবস্থা হয়েছিল। রিক্সার হেন্ডেল খালি কান্নি খায়! (ছবি সামু ব্লগ, সাজিদ ভাই, বাংলার পথে, পর্ব ৩৬)
রঙ্গের দুনিয়া!
(আমি রিক্সাচালনাকে মানবধিকার লংগন মনে করি)
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





