
ক্যাম্পাস হল এইটা ।

অনেকেই পড়া শুনার পাশাপাশি পার্ট টাইম জব হিসাবে প্রেম শুরু করে দিবা! আজকে তাই আমি তোমাদের সুবিধার
জন্য ঢাকা ভার্সিটির কিছু ডেটিং স্পট এর কথা বলার চেষ্টা করবো......
# টি এস সি
টি এস সি এর ভিতর মাঠে এবং ক্যাফে তে তুমি bf/gf নিয়া বসতে পারো । আর গভীর প্রেম এর ইচ্ছা থাকলে swimming
Pool and auditorium এর চিপা তে যাবা। আর দেখবা প্রায় সময়ই এখানে বিভিন্ন সিনেমা দেখানো হয় , মাত্র ২০-৩০ টাকা
লাগে। যেহেতু ফার্স্ট ইয়ার এ টিউসনী পাবা না, তাই ২০০-৩০০ টাকা দিয়া বলাকা –বসুন্ধরা cineplex এ না গেলেই ভালা!

টি এসসি এর পাশে ডাস এর আশে পাশে বসতে পারো। কিন্তু অনেক লোকের ভীড় থাকে এখানে। ভাল মতো কথা বলা যায় না।
তোমার প্রেম propose type position এ থাকলে , এখানে বসতে পারো, gf/bf hesitate feel করবে না আর কি!
এছাড়া রোকেয়া ও সামসুন্নাহার হল এর পাশে ফুটপাথে বসতে পারো। এক টাই সমস্যা , আশে পাশ দিয়া যত মানুষ যাবে, সবাই হা
করে তাকাই থাকবে। ধরা পরার probability 90percent!
# কলাভবনঃ
কলা ভবন এ আছে সেন্টাল লাইবেরী , এখানে বসতে পারো।

আছে “আপরাজেয় বাংলা” এর পাশে বট তলা । এখান থেকে একটু দূর এ ইন্টারন্যাশনাল হল এ ফুট পাথে বসতে পারো।

রেজিস্টার বিল্ডিং , cinet ভবন , IER রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে গল্প করতে পারো। আর একটু সামনে আগালে ভিসি এর বাসা, ফুলার
রোড টা খুবই সুন্দর, কিন্তু কিছু ক্ষণ পর পর দেখবা বিকট শব্দে বাইক- দামি গাড়ি নিয়া রেসিং রেসিং খেলতেছে- খুবই মেজাজ গরম
লাগে।
# কার্জন হলঃ
কার্জন হল এর সব থাকে ভাল ডেটিং স্পট হল , physics department এর করিডোর । (অফ টপিকঃ airtel এর বন্ধু সিরিজ এর অ্যাড গুলার
শুটিং কিন্তু এই খানে করছে!)


বিজ্ঞান কারখানার সিঁড়ি , শহিদুল্লাহ হল এর পুকুর পাড় ...............।


এর বিপরীত দিকে কেন্দ্রীয় খেলার মাঠের গ্যালারি প্রায় টাইম ফাকাই থাকে, বসতে পারো।
কিন্তু তুমি যদি কার্জন এর ছাত্র হইয়া থাকো , ভুলেও কার্জন এ যাবা না, স্যার রা দেখলে বিব্রতকর অবস্থায় পরবা! একই কথা, কলা আর চারু কলার জন্য ও প্রযোজ্যও!
#চারুকলাঃ
চারুকলার ভিতর টা খুবই সুন্দর।


খাওয়া দাওয়া কই করবাঃ
অল্প টাকা পয়সায় খাইতে পারো এই তিন জায়গায় ... জন প্রতি খরচ ২০ টাকা ।
১। টি এস সি ক্যাফেটেরিয়া
২। কলাভবন ক্যাফে
৩। science ক্যাফে
মাঝারি মানের টাকা থাকলে, হাকিম চত্বরে টং দোকানে খাইতে পারো, জন প্রতি খরচ ৪০-৫০ টাকা। আর একটু বেশি থাকলে, চইলা যাবা নীলক্ষেত ,তেহারি খাবা, খরচ ৬০-৭০ টাকা।

পকেট গরম থাকলে, পাশেই আছে পুরান ঢাকা - হাজী, নান্না, মামুন বিরিয়ানি...।।খরচ ৯০-১৫০ টাকা!
শেষ কথাঃ যাই করো, পড়া শুনাটা ঠিক মতো কইরো,...
ভালবাসা এবং ভালবাসা , তোমাদের জন্য...।।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



