কাল সন্ধ্যা থেকে রাজশাহীতে আমাদের ক্যাম্পাসে কোন লোড শেডিং হয়নি। রাত ৩.২০ এর দিকে একবার গিয়েছিল ১০ মিনিট ছিল না। আমি অভিভূত হয়ে গেছি। কোথাও নিশ্চয় সমস্যা হয়েছে তা না হলে এ কি করে সম্ভব, কারেন্ট থাকবে কেন?? যেখানে সারা দেশের মানুষ লোড শেডিং নিয়ে অস্থির সেখানে কেন রাজশাহীতে কারেন্ট যাবে না?? জাতির বিবেকের কাছে প্রশ্ন। এবিষয়ে উচ্চতর তদন্ত প্রয়োজন।
লোড শেডিং না হবার পিছনে সাম্ভাব্য কারন গুলো হতে পারেঃ
কারন১:
পাওয়ার স্টেশনের লোকজন সুইস বন্ধ করতে ভুলে গিয়ে থাকতে পারে।
মন্তব্য: পাওয়ার স্টেশনের লোকজনের কার্য অবহেলা কিছুতেই সহ্য করা যাবে না। তাদের বিরুদ্ধে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহন করতে হবে।
কারন২:
রাজশাহীতে বিশিষ্ট!! কারও আগমন।
মন্তব্য: সে ক্ষেত্রে তো অবশ্যই পাওয়ার সাপ্লাই দিতে হবে।
কারন৩:
অথবা রাতারাতি আমাদের পাওয়ার উৎপাদন বৃদ্ধি পেয়ে ৭০০০ মেগাওয়াটে দাড়িয়েছে। আমি মনে করছি আমার এখানে লোড শেডিং হয়নি আসলে সারা দেশেই একই অবস্থা।
মন্তব্য: কবে আসবে সেই সুদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




