ইতিহাসের পাতায় পাতায়
লেখা হলো অনেক কিছুই ।
কিন্তু শেষে এসে সেসবই
কেমন অস্পষ্ট হয়ে জেগে ওঠে।।
আমাদের বহতা জীবন
এমনতর কুয়াশাচ্ছন্ন যে -
আজ কাল ভুলতেই বসেছি;
আমি বেঁচে আছি !
আমরা আরও বাঁচতে চাই,
আমাদের সবাইকে বাঁচাতে হবে।
ক্য্যলেন্ডারে রাখা আমার চোখ;
রঙ-বেরঙের তারিখ গুলোকে
আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি ।
আনমনে চলে সংখ্যায় কাটকুটি।
কব্জিতে জড়ানো টিকটিক এর সাথে
শুনতে পাই বুকের ভেতরে ঢিপ ঢিপ।
আর মাঝে মাঝে নড়াচড়া করে দেখি
এখনও পরিপূর্ণ বৃক্ষ হতে পারিনি।
চলমান শাস্তির মেয়াদ মেনে নিয়ে
আমি তাই আজো অপেক্ষায় আছি ।।
ছবিসূত্রঃ
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

