১
স্বপ্নরা মরে না।
ওরা ক্লান্ত হলে
ঘুমিয়ে পড়ে।
ঠিকানা অজানা হলে
পথিক দঁড়িয়ে যায়।
অনন্ত প্রতীক্ষায়...
তারপর একসময়-
পথটাই চলতে শুরু করে।
২
কবি ঘুমিয়ে আছে,
ভালবাসার সাগরে ।
কবিতার শব্দেরা
কাঁদছে... হাসছে....
ডুবছে... ভাসছে...।
টলমলে জলে রূপালী ঝিলিক।
আজ নিশ্চয়ই পূর্ণিমা আকাশে;
নইলে জোয়ারে এত টান কেন ?
৩
যে একবার কবি
সে নীরব হলেও কবি।
কবিতারা খুঁজে নেয়
সেই বিদগ্ধ প্রানকে।
কিছুদিন শব্দরা ঘুমিয়ে থাকে,
তখন চলে স্বপ্নের সাথে খেলা।
এরপর ওরা জাগে একে একে-
সুদে আসলে হিসাব হয় ত্খন
অবশেষে মুক্তি মেলে কবির ।।
ছবিসূত্রঃ
Click This Link
(ব্লগার নিলা, সবাক ও রাতিফ এর লেখায় মন্তব্য কলামে এ ভাবনা গুলো এসেছিল। একটু গুছিয়ে এখানে প্রকাশিত হলো।)
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




