রাতুলবিডি একজন মহা ক্যাচাল প্রিয় লোক, তার প্রায় প্রতিটি পোষ্টেই থাকে ক্যাচাল আর চুলকানী । বেচারা মনে হয় আজীবন চুলকানী রোগের রোগী । তার বেশ কিছু চুলকানী বেশ উপোভোগ-ও করি । কয়েকটাতে বেশ বিব্রত বিরক্ত ও হই ।
কয়েক মাস আগে একটা নিকে কার্যকারিতা হারিয়েছেন । এরপর খুলেন রাতুলবিডি২ । এবার এটাও নাই ( কমেন্ট আর প্রথম পেজে পোষ্ট বন্ধ, মানে বোতলবন্দী ) জানে মরে নাই বা গুম হয় নাই । নাচানাচি আর চুলকানী যা করবেন এবার বোতলের ভিতরেই! মা-শা- আল্লাহ ! দেখা যাক রাতুলবিডি৩ খুলেন কি না!
ভদ্রলোক আমার পরিচিত । তবে অতিরিক্ত ক্যাচাল প্রিয় । কয়েক মাস আগেই একটা নিক হারাইসে । তখন ওনার অনুরোধে বেশ কিছু লেখা আমার নিক থেকে প্রকাশ করেছি । তবে চুলকানী একটু বেশী থাকে । উনি সামুতে পুষ্টাইলেই দেখি কারো না কারো সাথে কেচাল বাধাইসেন।
কিছু দিন আগে আসিফরে নিয়া ক্যাচালে হয়ত এবারের নিকটা গেছে, আগেরটা গেছিল দাড়িপাল্লারে নিয়া!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





