ঘাতকের ফাসীর দাবীটে সোচ্চার হন । জামাতকে প্রতিহত করুন।
আপনাদের দোহাই লাগে, জামাত আর ধর্মকে এক করবেন না। আপনারা যদি কিছু মাত্র ধার্মিক, ধর্মমনা বা ধর্মভীরু হন তবে প্লীজ জামাতকে প্রশ্রয় দিবেন না। এতে ধর্মকে অপদস্ত করা হয় ।কলংকিত ও কলুষিত করা হয় । জামাত ধর্মের কেউ না, ওরা ধর্ম ব্যবসায়ী ।
আগের প্যারা ছিল ধার্মিক, ধর্মমনা বা ধর্মভীরুদের প্রতি । আপনি যদি তা না হন, আপনি ধর্মে বিশ্বাসী না, নাস্তিক বা অগ্গেয়বাদী । আর ঘাতকের ফাসীর দাবীটে আপনি জামাত আর ধর্মকে এক করে ফেলছেন তবে আপনার কাছেও একই অনুরোধ। দোহাই লাগে, জামাত আর ধর্মকে এক করবেন না। কারণ এতে ঘাতকের ফাসীর মূল দাবীটাই দূর্বল হয়ে যাবে, জনসমর্থন হারাবে। প্লীজ এটা হতে দিবেন না।
ধর্মকে ধর্মের স্হানে রাখুন, জামাতে সাথে এখন দয়া করে একে মিলিয়ে ফেলবেন না। দেশের প্রায় সব লোকই জামাত বিরোধী, কিন্ত এদের বেশীর ভাগই ধর্ম ভীরু। দেশের এই গনজোয়ারের সময় ভাল কিছু অর্জন করতে চাইলে তা করতে গুছিয়ে । এখন যদি আপনার তীর ধর্মের দিকে ফিরান, তবে যে ইসুতে জোয়ার এসেছে তাতেই ভাটা পরবে ...
ভাটা পরবে জনমত আর জনসমর্থনের, আর যার প্রয়োজন আছে বিরল কিছু অর্জনে ! কেননা ঘাতকের শাস্তি আজো আমাদের দেশে এক বিরল বস্তু !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




