নজরুলের কত গুলো গান আছে যা কিনা ভালোবাসি , প্রাণে ধারণ করি , রক্তের কণায় কণায় মিলে মিশে থাকে বললেও কম বলা হয়। চিরকাল শোষিত , বন্দী , পরাধীন মানুষ যে কয়টা গান শুনে যুদ্ধে ঝাপিয়েছে তার ভিতর "কারার ঐ লৌহ কপাট"অন্যতম । স্বাভাবিক ভাবেই এই গান অনেক দেশপ্রেমী বাংলাদেশীর মতন আমার খুবই প্রিয় । এই গান আমি হাটে , মাঠে, ঘাটে, বাচ্চা-বুড়ো-তরুণ , ছাত্র -বুদ্ধিজীবী- গায়িকা-নায়িকা যার কন্ঠে যেখানেই শুনি না কেন , আমার খুব ভালো লাগে।
গান পাগল হিসেবে আজ কাল গান শোনা খুব সোজা। ইউ টিউব , ই-স্নিপস এ গিয়ে শুনা শুরু করে দিলেই হলো । দোকানে গিয়ে গান কিনে শুনা হয় না বলে আমাদের মতন অভাগাদের এইগুলা প্রিয় জায়গা । পুরানো গায়ক গায়িকাদের পাশাপাশি নতুন শিল্পীরা কি গাইছে আজকাল , সেইটা জানার চেষ্টা করি বিভিন্ন আপলোড দেখে । কারণ আমার ধারণা ছিল যথেষ্ট ভালো না হলে কেউ কষ্ট করে আজে বাজে গান আপলোড করবে না ।
সেই ধারণায় প্রথম আক্কেলের কামড় দিয়েছেন গুরু ওয়েষ্টার্ন মিলন। এরপর আরেক গুরু , আমাদের ময়ূরীর বন্ধু । যাক গে । সেই গুলো আরেক রকম বিনোদন। অস্থির হয়ে , জিনিস পত্র ভেঙে , আগুন জ্বালিয়ে জীবনের যন্ত্রণা দূর করার চেয়ে গরু মিলনের গান শুনা ভালো। এই কথা থেকে বুঝে নিতে পারেন গান শুনার ব্যাপারে আমার আসলে তেমন বাছ বিচার নাই। যা পাই তা-ই খাই । নেহায়েত অখাদ্য না হলে।
বাংলার পাশাপাশি অন্যান্য ভাষার গান খুব মন দিয়েই শুনি । রবীন্দ্র থেকে হেভি রক এবং মাঝে যত রকম আছে তার সব রকমেই আমি বিশেষ শ্রবণ রসিক। মেটাল ও ভালো লাগে । এমন কি প্রিয় গানের তালিকায় কিছু হেভি মেটাল গানও আছে। গান ছাড়া বিভিন্ন ধরনের বাজনা শুনি । তবে যেই সব "জিনিসে" গায়কের গলা শুনা যায় না , কি বলছে বুঝা যায় না , খালি ধুড়ুম ধাড়াম -ঠুস -ঠ্যাং - ক্যারররর- খড়ড়ড় - কানে এসে ধাক্কা মারে - ঐ গুলা একটু কম শুনি । মাথায় আগুন না জ্বললে ঐসব শুনতে যুইত পাই না । যাই হোক "জিনিস" শুনতে আপত্তি নাই- যদি ওর ভিতরেও "বাজনা" বা মিউজিক বলে কিছু থাকে। এই জন্য আমাদের তরুণ প্রজন্ম যখন আউলা হয়ে বাউলা সেজে ধিড়িম ধাড়াম বাজায় "আমি আছি আকাশে - তুমি আছো বাতাসে" কিংবা "রোদ এসে ভিজিয়ে দিলো আর মোবাইলে তোমার চুলের হাসি"জাতীয় রূপকধর্মী গান করে আমি সেইটাও মন দিয়ে শুনি । মাঝে মধ্যে হুট হাট খুব ভালো গান পাওয়া যায় ।
তো এই রকম কোন এক ইউ টিউব সন্ধানে নিচের নমুনা মিললো । আমার গত ২৫ বছরের অভিগ্গতায় আমার ধারনা ছিলো আমি কোনটা গান, কোনটা বাজনা, কোনটা জিনিস আর কোনটা "শব্দ দূষণ " একটু হলেও জানি । সেই ধারণা থেকেই মন্তব্য করেছিলাম । পরে বকা খেয়ে সেই ধারণাটা ঠিক না ভুল জানতে আপনাদের শরণাপন্ন হইলাম । আপনারাই বলেন, আমার দোষটা কোথায় ? আমি কি নজরুলের গানটা ভুল জানি ? আসলে এই রকম করে পাগলা ষাঁড়ের মতন গাঁক গাঁক করাটা পাওয়ারফুল গান ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


