মা ! গ্লোবালাইজেসানের এই যুগ বিশ্ব মা দিবস চালু করেছে । খারাপ না ভালই লাগছে । অন্তত একটা দিন ত দুনিয়ার সব মানুষ তাদের মায়েদের কথা মনে করবে , কেউ কেউ ফুল পাঠাবে কেউবা গিফট । মা তোমায় মনে করার জন্য ভালবাসার জন্য কোন দিন লাগেনা ক্ষণ লাগেনা । মাকে সব সময় ভালবাসা যায় সেটা দুর থেকে হোক আর কাছ থেকে হোক । মা খুব বেশি দূরে তুমি নেই ফোন করলেই তোমাকে পাওয়া যায় । ভালবাসা পাঠালাম মা তোমার জন্য ! যে ভালোবাসা দুনিয়ার আর কেউ তোমাকে দিতে পারেনা , সন্তানের ভালবাসা । মা ! মা ! মা ! মা !
দুনিয়ার সব থেকে মধুর ডাক । মাগো তোমাকে ভীষন মিস করছি ভীষণ !
"ঘুম পাড়ানি মাসি পিসি" মাগো তুমি কই
তোমায় ছাড়া ঘুম আসেনা রাত্রি জেগে রই ।
দুনিয়ার সব মায়েদের জন্য .।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




