# সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।
প্রশ্ন: যোগাযোগ বলতে কী বোঝায়?
উত্তর: যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর উপায়কে বোঝায়।
প্রশ্ন: আমরা কোন কোন উপায়ে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি?
উত্তর: আমরা কথা বলে, লিখে বা সংকেত ব্যবহার করে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি।
প্রশ্ন: যাঁরা দূরে থাকেন, তাঁদের সঙ্গে কীভাবে আমরা যোগাযোগ করতে পারি?
উত্তর: যাঁরা দূরে থাকেন, তাঁদের সঙ্গে আমরা টেলিফোন, টেলিগ্রাফ, চিঠিপত্র ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারি।
প্রশ্ন: লেখা আবিষ্কারের আগে মানুষ কীভাবে যোগাযোগ করত?
উত্তর: লেখা আবিষ্কারের আগে মানুষ হাত নেড়ে, চিৎকার করে, ঢাকঢোল বাজিয়ে, আগুন বা ধোঁয়া ব্যবহার করে যোগাযোগ করত।
প্রশ্ন: সেকালে ঢোলের মাধ্যমে কীভাবে সংবাদ প্রচার করা হতো?
উত্তর: সেকালে সংবাদ প্রচারের জন্য ঢোল ব্যবহূত হতো। আফ্রিকার উপজাতিরা কাঠের ঢোল পিটিয়ে দূর-দূরান্তে সংবাদ-সংকেত পাঠাত। ভারতবর্ষের রাজারা ঢোল শহরৎ করে রাজ্যে আদেশ-নির্দেশ জারি করতেন।
প্রশ্ন: ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কী?
উত্তর: ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো চিঠি লেখা।
প্রশ্ন: সেলফোনের সুবিধা কী?
উত্তর: সেলফোনের সুবিধা অনেক। সেলফোন থেকে সময় ও তারিখ জানা যায়, এর মাধ্যমে মুহূর্তেই ছোটখাটো বার্তা পাঠানো যায়। এই ফোনে যেকোনো ছবি তুলে তা ধারণ করা যায়, কে কে ফোন করল, তাদের তথ্য, ফোন নম্বরও এতে সংরক্ষণ করে রাখা যায়। এ ছাড়া এর পর্দায় বিপরীত প্রান্তের গ্রাহকের ছবিও দেখা যায়।
প্রশ্ন: বেতার বলতে কী বোঝায়?
উত্তর: সাধারণত বেতার বলতে আমরা কেবল অনুষ্ঠান শোনার যন্ত্রকে বুঝি। বেতার বলতে আসলে বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ বোঝায়।
প্রশ্ন: ওয়াকিটকির কাজ কী?
উত্তর: ওয়াকিটকি হচ্ছে বেতার তরঙ্গের মাধ্যমে তথ্য আদান-প্রদানের বহনযোগ্য যন্ত্র। জরুরি যোগাযোগের জন্য সেনাবাহিনী, পুলিশ, রেডক্রস, অগ্নি নির্বাপক বাহিনী, সড়ক, রেল, নৌ ও বিমান যোগাযোগের বিভিন্ন সংস্কারকাজে আজকাল বেতার যোগাযোগ অপরিহার্য। এ কাজে হাতের মুঠোয় যে যোগাযোগ যন্ত্রটি থাকে, তাকে বলা হয় ওয়াকিটকি। ওয়াকিটকির কাজ হলো তাৎক্ষণিক যোগাযোগ স্থাপন করা।
প্রশ্ন: যোগাযোগের আধুনিকতম উপায়ের শুরু কখন থেকে?
উত্তর: যোগাযোগের আধুনিকতম উপায় শুরু হয়েছে রেডিও বা বেতার উদ্ভাবনের পর থেকে। যোগাযোগের ক্ষেত্রে বেতারের ভূমিকা ব্যাপক। এখন যে আধুনিক মোবাইল ফোন রয়েছে, তা-ও এক ধরনের বেতার যন্ত্র। যোগাযোগের আরও একটি আধুনিক মাধ্যম হচ্ছে টেলিভিশন।
প্রশ্ন: ওয়েবের পুরো নাম কী?
উত্তর: যোগাযোগ ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে এখন সারা বিশ্বের জ্ঞান সম্পদের বিপুল তথ্য সংরক্ষণ করা হচ্ছে। একে সংক্ষেপে বলা হয় ওয়েভ। ওয়েবের পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www. অর্থাৎ বিশ্বব্যাপী যোগাযোগ তরঙ্গ। ওয়েবের জ্ঞানভান্ডার থেকে যেকোনো বিষয়ে ইচ্ছেমতো তথ্য আহরণ করা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




