বিশেষ মডেল টেস্ট-১
বাংলা সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। কবিতা ও কবির নাম উল্লেখ করে ‘এত হাসি কোথায় পেলে’ অথবা ‘জোনাকিরা’ কবিতার প্রথম আট লাইন লেখো। ১+১+৮ =১০
২। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো। ৫
ক) ‘বিশ্বজগৎ দেখবো আমি/আপন হাতের মুঠোয় পুরে।’
অথবা, খ) ‘খুকুমণিরা দরজা খোলো, আমরা মুক্তিযোদ্ধা’।
৩। নিচের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। ৪×৩=১২
ক) বাংলাদেশের কামার-কুমোরেরা কী কী জিনিস তৈরি করে?
খ) মহানবী (সা.) কোন চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন?
গ) মজলুম শব্দের অর্থ কী? কাকে মজলুম জননেতা বলা হতো? কেন?
ঘ) আমাদের দেশে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে? এদের বাঁচিয়ে রাখার জন্য আমরা কী করতে পারি?
ঙ) কবি চাষীকে ‘বড় সাধক’ এবং দেশের ‘আশা’ বলেছেন কেন?
৪। শব্দার্থ লেখো। (যেকোনো পাঁচটি) ৫
নিসর্গ, সাধু, নয়ন, সমাবেশ, উদার, জাতিসত্তা
৫। যেকোনো পাঁচটি শব্দ ব্যবহার করে পাঁচটি বাক্য রচনা করো। ৫
কম্পিউটার, প্রাচীর, সানন্দে, মেধাবী, চরকা, মৌলিক
৬। নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাও। ৫
এ কেমন শিশু তেতো খেতে তার আনন্দ এ জন্য ওর ডাকনাম রাখা হলো তেতো তেতো থেকে তিতু তার সঙ্গে মীর লাগিয়ে হলো তিতুমীর। তাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী।
৭। নিচের প্রদত্ত অংশটুকু খাতায় লিখে বন্ধনীর () মধ্য থেকে সঠিক অংশটুকু বেছে নিয়ে এর পাশে লেখো। ৫
ক) কে দিয়েছে রঙিন ঠোঁটে—
(কোন সে লতার দুলদুলানি/কলমি ফুলের গুলগুলানি /পাটের বনের বউটুবানি)
খ) দধীচি ছিলেন— (একজন দেবতা/ একজন ঋষি/একজন বীর)
গ) শহীদ তিতুমীর জন্মগ্রহণ করেন— (১৭৮২/১৮৭২/১৯৭২ সালে)
ঘ) মহাস্থানগড় বগুড়া থেকে— (৭ মাইল/৮ মাইল/৯ মাইল দূরে অবিস্থত)
ঙ) ‘কে?’ কবিতাটি লিখেছেন—
(জসীমউদ্দীন/ঈশ্বরচন্দ্র গুপ্ত/ বরীন্দ্রনাথ ঠাকুর)
চ) যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন কোনটি? (বেতার/টেলিভিশন/ইন্টারনেট)
৮। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো। ৫
প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ। এ দেশের নদী, মাঠ, অরণ্য আর পাহাড়ের রূপ দেখে আমরা মুগ্ধ হই। এ দেশের দিগন্তজোড়া ফসলের খেত। দখিনা বাতাসে দোলে মাঠের ফসল। সবুজ মাঠের বুক চিরে বয়ে গেছে নদী। তার স্বচ্ছ পানির নিচে চিকচিক করে বালি।
৯। যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো। (যেকোনো ৫টি)
১×৫=৫
ঞ্চ, ন্ধ, ষ্ঠ, ক্ল, ণ্ড, ন্দ, ষ্ট
১০। প্রদত্ত শব্দের দুটি করে সমার্থক শব্দ লেখো। (যেকোনো ৫টি) ৫
বায়ু, পাহাড়, মাটি, চাঁদ, নদী, সূর্য
অথবা, বিপরীত শব্দ লেখো। (যেকোনা ৫টি)
স্বাধীন, বন্য, প্রশংসা, দিবস, খোলা, আনন্দ
১১। এক কথায় প্রকাশ করো। (যেকোনো ৫টি) ৫
প্রতিভা আছে এমন, যে উপকারীর উপকার স্বীকার করে, বরণ করার যোগ্য, অহংকার নেই এমন, প্রহরা দেয় যে, ভাবা যায় না এমন।
১২। বাক্যে প্রদত্ত ক্রিয়াপদগুলোর চলিত রূপ লেখো। (যেকোনো ৫টি) ৫
ক) ফুটবল খেলা চলিতেছে। খ) বাগানে ফুল ফুটিয়াছে।
গ) পাখিরা আকাশে উড়িতেছে। ঘ) আমি ছবি আঁকিব।
ঙ) চিড়িয়াখানায় অনেক জীবজন্তু দেখিলাম।
চ) আগামীকাল ছোট মামা আসিতেছেন।
১৩। সংক্ষিপ্ত উত্তর লেখো (যেকোনো ৪টি)। ২×৪=৮
ক) আমাদের মাছে-ভাতে বাঙালি বলা হয় কেন?
খ) খোলামাঠ কী উপদেশ দেয়?
গ) শহীদ বুদ্ধিজীবী বলতে আমরা কাদের বুঝি?
ঘ) টুনটুনি কুমড়োকে কী খবর দিল? ঙ) জোনাকিরা কোথায় এসে ভিড় জমাল?
চ) গরিলা কোন মহাদেশে বাস করে?
১৪। ‘আমরা তাঁদের ভুলবো না’—লেখাটির মূল ভাব লেখো অথবা ‘তুলনা’ কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো।
১৫। নিচের যেকোনো একটি বিষয় অবলম্বনে রচনা লেখো (১৫০ শব্দের মধ্যে)। ১২
ক) শ্রমের মর্যাদা খ) আমাদের লোকসংগীত গ) বাংলাদেশের পাখি ঘ) মুক্তিযুদ্ধের নয় মাস ঙ) তোমার প্রিয় খেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




