তুমি আজও দাঁড়িয়ে আছো কুপি নিয়ে,
নিরূদ্দেশ পথের বিপরীত পদচিহ্নে...
নরম আঁচল ঝুলছে, এই নিষিদ্ধ রাতেও
জানো? এ অপেক্ষা আমায় করেছে চিরন্তনী।
সেই কবে কথা দেয়ার ছলনায় তোমায় হারিয়ে দিয়েছি, তুমি তা আজও বুঝলে না।
আমার আর ফেরা হবে না,
যে আঁচল গুঁজে তুমি আবারও স্বপ্ন দেখো
আমার সাথে একলা আকাশে একটি রাত কাটাতে
বহু আগেই তা ঝরে পড়ে গেছে বিক্ষিপ্ত নীলিমায়।
আমি আজ দূরত্বহীন এক দূরে,
যার সান্নিধ্যে মৃত্তিকা উল্লাস করে।
কিন্তু ধূমায়িত মৃত্তিকাকে দেয়া এক অব্যর্থ ধোঁকা,
যার উপর ভর করে আমি এখন-
তোমার কুপিতে উঠা ধোঁয়া, তোমায় কালি মেখে দিচ্ছি;
উপভোগ করছি তোমার লুকানো সামদ্রিক প্রেম।
আমি এখনো তোমার প্রেমে মাখি, রাত্রির চোখে দৃষ্টি দিয়েও...
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪