ভাইয়েরা আমি একজন সাধারন মানুষ এবং শান্তি প্রিয় ব্যক্তি, কিন্তু এই ব্লগ এ কিছু নাস্তিক( নাকি ইসলাম বিরোধি?) আমাদের শান্তির ধম এর নামে যা শুরু করেছে তাতে আমি আর বসে থাকতে পারলাম না। প্রতিটা মানুষ এর নিজ ধম রক্ষার অধিকার রয়েছে। এখন জিহাদ আমার জন্য ফরয হয়েছে। আমি তাদের বিরদ্ধে আমার অস্ত্র তথা আমার keyboard ধরতে বাধ্য হলাম।
আমার অস্ত্র তথা keyboard ধরার কারন সমুহঃ
১) উনারা নিজেদের নাস্তিক তথা নিরপেক্ষ দাবি করেন, তাহলে ইসলাম এর পিছনে লাগে কেন? ইসলাম এর নাম শুনলে তাদের গা জালা করে কেন? হিন্দু, খ্রিস্তান,বুদ্ধ,ইহুদী অনেক ধরম আছে, কিন্তু খুইজা খুইজা ইসলাম এর খুত ধরার চেস্টা কেন?(তাইলে কি উনারা নিরাপেক্ষ নন?)
২) উনারা কুরান-হাদীস খুইজা খুইজা, এমন সব অনুবাদ বাইর করব, যেইগুলা আসলেই মানুষ কে বিভ্রান্ত করব, কিন্তু আয়াত এর আগে ও পরে কি লিখা আছে তা বলে না(নাকি লজ্জা পায়?)।
৩) সুজুগ পাইলেই নিজের মনগড়া হাদিস বানায়(নাইলে reference দেয় না কেন?) এবং challenge করে ব্যাখা শুনার জন্য। আবার কুরান হাদিস সংশোধন করার ও মতামত দেন।
৪) সমাধান করা বিষয় গুলা অযথা বিতক স্রিস্টি করা(ইতিহাস না ঘাইটা, অযথা ব্লগ এ ক্যাচাল করা)।
নাস্তিকদের নিকট আমার তিনটা প্রশ্নঃ প্লিজ এড়িয়ে যাবেন না, আমরা আপনাদের এত প্রশ্নের জবাব দিয়েছি, আপ্নারা আমার তিনটা প্রশ্নের জবাব দেন?
১) আপনেরা নিজেদের আপন মা ও বোনদের সাথে সহবাস করতে পারবেন না কেন? আমরা যেহেতু ইসলাম এর অনুসারি তাই আমরা এইতা করতে পারব না। ইসলাম এইটা সুনিদিস্ট ভাবে হারাম করেছে। কিন্তু আপ্নারা ত কোন ধরমের ই না আপনাদের জন্য ত এইতা জায়েয। তাহলে দেরী কেন?
২) আমরা গরু মাংস খাই কিন্তু কুকুর , শুকর খাইতে পারি না। আমরা যেহেতু ইসলাম এর অনুসারি তাই আমরা এইতা করতে পারব না। ইসলাম এইটা সুনিদিস্ট ভাবে হারাম করেছে। কিন্তু আপ্নেরা কেন পারবেন না?
৩) আপনাদের ম্রিতুর পর আপনাদের দাফন কাফন কি ভাবে হওয়া উচিত? আমাদের কিরকম হয় তা আপ্নারা ভালই জানেন। আপ্নারা কোন standard follow করতে চান?
***সম্মানিত সাধারন ব্লগার দের বলছি, আল্লাহ মানুষ তয়েরী করেছেন সেরা জীব হিসেবে। তাই আমাদের, আল্লার আদেশ নিষেধ মেনে চলতে হয় এবং নুনতম standard maintain করতে হয়। আমরা এতো নিচে নামতে পারিনা। নাস্তিক যারা তারা কোন standard ফলো করেন? তাদের ও একটা standard follow করা উচিত। আমি জানি তারা তাদের আপন মা এর সাথে সহবাস করতে সক্ষম নয়। তাই তাদের কেও জীবন যাবন এর জন্য একটা standard এ আসতেই হবে।সীমাহীন সাধীনতা কেও ভোগ করতে পারে না। আর ইসলাম ছাড়া এই দুনিয়া তে ভাল জীবন ব্যাবস্থা নাই। তাই নাস্তিক দের বলছি, ভন্ডামি ছাড়ুন আর আমাদের দলে চলে আসুন।
**বিঃদ্রঃ প্রকিত নাস্তিকেরা শুধু ইসলামের পিছনে লাগে না, অন্য ধমের ও ভুল ত্রুটি আলচনা সমালোচনা করে থাকে এবং বিচার বিশ্লেষন করে মতাতত দেন। তাই তারা ইসলাম এর শত্রু নয়। কিন্তু নাস্তিকের নামধারী, ইসলামবিরধী শত্রু হতে আমাদের সাবধান হতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



