




আপনাকে বলা হল চিলে তো আপনার কান নিয়ে চলে গেল সে ব্যপারে কি আপনার কোন হুশ আছে? এখন আপনি আপনার মহামূল্যবান কান রক্ষার জন্য চিলের পিছনে জীবন-মরণ দৌড় শুরু করে দিলেন! চরম সচেতন আপনি!!
পৃথিবীর ৭০% মানুষ এভাবেই পৈতৃক সুত্রে পাওয়া ধর্ম বিশ্বাসের পিছনে তাদের কষ্টার্জিত অর্থ,সম্বল এবং মুল্যবান জীবনকে বিলিয়ে দিচ্ছে।কিছু হিন্দুকে দেখা যায় জীবন সংসার ছেড়ে উলঙ্গ হয়ে কোন এক স্থানে জীবনের ১০/১২ বছর একটানা দাড়িয়ে সময় কাটিয়ে দিচ্ছে(see https://www.youtube.com/watch?v=vZ4aJ5tQQcU)।কত মুসলমান জীহাদের নামে আত্মঘাতি বোমা হামলা করে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে।যে লক্ষে তারা তাদের জীবনকে এভাবে বিলিয়ে দিচ্ছে, তারা কেউ কি কোনদিন একটু যাচাই-বাছাই করে দেখেছে যে তা কি আসলেই সত্য ও চিরন্তন নাকি পৈতৃক সুত্রে পাওয়া অন্ধ ধর্ম বিশ্বাস।আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের কেউ তাদের বিশ্বাসের সত্যতা নিরিখে কোন চেষ্টায় করেনি।
আল কুরআন সত্য কিনা তা ভাবাই যে মহাপাপ এবং ভাবলেই কাফের হওয়ার আতঙ্ক, তাই এ অন্ধ বিশ্বাসকে অন্ধভাবে মেনে নিজ ঈমানকে তরতাজা রাখার প্রচেষ্টা পূর্ণোদ্যমে চালিয়ে যাওয়ায় বড় সফলতা।
দেখুন ধর্মের জন্য কিছু মুসলমানের কান্ড: 1. https://www.youtube.com/watch?v=OcBMhsIXKzk
২. https://www.youtube.com/watch?v=QThu1SHsM_c
দেখুন ধর্মের কি নিষ্ঠুর ত্যগ তিতিক্ষা: https://www.youtube.com/watch?v=G6DdOlIvu1A
দেখুন ধর্মের নামে 10 টি অদ্ভুত কান্ড: https://www.youtube.com/watch?v=qw0BxJci5TE
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




