
যারা আমার সাথে ভিন্নমত পোষন করে, যুক্তি দিয়ে আমার লেখার সমালোচনা করে তারা আমার বন্ধু । যারা আমার সমালোচনা করে তারা তাদের মুল্যবান সময় ব্যয় করে, তাদের অর্জিত জ্ঞান দ্বারা আমার মতামতের যে দিকটি তাদের দৃষ্টিতে ভূল তা ব্যখ্যা করে থাকে তাদেরকে আমি সাধুবাদ জানাই ।
কিন্তু যাদের সমালোচনার ভাষা গালি-গালাজ, যারা ভিন্নমতকে সহ্য করতে পারে না, যারা ভিন্নমতের বিরোধিতা করে অন্ধভাবে তাদেরকে মনে করি মানসিক রোগি ।তারা যদি পৈত্রিক সুত্রে কোন সুগন্ধময় ফূলকে দুরগন্ধ বলতে শিখে থাকে তারা তাকে দুর্গন্ধ বলবে । যদি কোন তার কোন শুভাকাঙ্খি তাকে এসে তার সুগন্ধময় ফূলকে দুর্গন্ধময় বলার বোকামিটা বোঝাতে চাই তখন সে তাকে প্রতিপক্ষ মনে করে ।যেহেতু তার কাছে যু্ক্তির কোন মুল্য নেই এবং নিজেও যুক্তি দেয় না, তাকে আপনি কিভাবে বোঝাবেন ?
আমি ইসলামকে মানবতার জন্য ক্ষতিকর মনে করি।কেন ক্ষতিকর মনে করি তার ব্যখ্যা সংশ্লিষ্ট পোষ্টে দিব । যারা মনে করেন আমার বক্তব্য ভূল তাদেরকে সংশ্লিষ্ট পোষ্টে আমার ভূলকে সুন্দরভাবে ধরিয়ে দেয়ার অনুরোধ করছি । আমি তাদের প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো । যদি সেখানে আমার বক্তব্য ভূল প্রমাণিত হয়, তখনি আমি শুধরে নিব । তবে যাদের কাছে কোন যুক্তি নেই, অন্ধভাবে বিরোধিতা করে তাদেরকে মন্তব্যে থেকে বিরত থাকতে অনুরোধ করছি ।
কেউ হয়ত বলবেন আমার ভিন্নমত আমার নিজের মধ্যে না রেখে ব্লগে প্রকাশের অর্থ কি?
এর কারন হল আমি করি চিন্তা বা মতামত শেয়ারের মাধ্যমেই জ্ঞানের বিকাশ ঘটে । আমি আমার লেখার কারনে হয়ত আমি কারো কাছ থেকে শিখব অথবা অন্য কেউ আমার কাছ থেকে শিখবে । তবে অন্ধরা কারো কাছ থেকে কিছুই শেখে না ।কারন তারা যুক্তির ধার ধারে না ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



