

আমি একজন চরম ভন্ড ও প্রতারক। আমি একটি মন্ত্র জানি যদ্বারা কিছু স্বল্প বুদ্ধির লোককে স্থায়ীভাবে বোকা বানাই। এ প্রক্রিয়াই তৈরি বোকাদের আমি আমার গোলাম বানিয়ে মোটামুটি ভোগ-বিলাসে জীবন কাটাই।আমার এ মন্ত্রটি হল ‘ভাই যুক্তি খুজবেন না, সবকিছুতে যুক্তি খোজা ঠিক না’।
আমি নসিহত করছি- কেউ যদি গরু চুরি করে তার ফাসি হবে।কোন একজন অনুসারী বললো-হুজুর আপনার ছেলে তো গতরাতে গরু চুরি করেছে। আমি জিজ্ঞাসা করলাম-আমার ছেলে যে গরু চুরি করেছে সেটা কালো না সাদা? অনুসারী জবাব দিল-কাল গরু। আমি বললাম কালো গরু চুরি করা বৈধ। আরেকজন শ্রোতা যেই এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করল- তখনই আমি তাকে আমার বোকা বানানোর মন্ত্রটি (‘ভাই যুক্তি খুজবেন না, সবকিছুতে যুক্তি খোজা ঠিক না’) ছুড়ে দিয়ে বোকা বানিয়ে নিজেকে রক্ষা করলাম।
এভাবে যখনই আমার মিথ্যাচার, ভন্ডামি ইত্যাদি ধরা পড়ার উপক্রম হয় তখনই আমি আমার অনুসারীদের আমার মন্ত্রটি স্মরন করিয়ে দেই। এ মন্ত্র বা ঔষধ একবার কাউকে হজম করাতে পারলেই কেল্লাহ ফতেহ।সে লোক আজীবন আমার গোলাম। আমার কোন ভন্ডামি সে কখনও ধরতে পারবে না।
মূর্তি হল স্রষ্টার প্রতিরুপ। মূর্তিকে পূজা করলে ভগবান তুষ্ট হয়।–প্রশ্ন করা হল ভাই আপনি এ কথা কোথায় পেলেন? উত্তর দেয়া হল ধর্মীয় গ্রন্থে। ধর্মীয় গ্রন্থে ভগবানের বাণী আছে।
ভগবানের বাণী, তার প্রমান কি? ভগবান মানুষের হাতে গড়া মূর্তিকে পূজা করলে তুষ্ট হবেন, এটা কি হাস্যকর নয়?
বলা হল-বিশ্বাসে মুক্তি মেলে, তর্কে বহু দুর।(এবার আপনি কি বলবেন!!!)
নেংটা বাবার মাজারে অর্থ সম্পদ দিলে সহায় সম্পদে বরকত আসে।বিপদ-আপদ ও খোদায়ী গজব থেকে রক্ষা পাওয়া যায়।
ভাই, এ কথা কোথায় পেলেন? কিতাবে আছে।কোন কিতাবে? অমুক অমুক কিতাবে।আপনি নিজে পড়ে দেখেছেন? না।অমুক কিতাবের কথা যে স্রষ্টার হবে নাকি আপনার মত আরেকজন মানুষের রচিত- তা নিয়ে কি কখনও ভেবেছেন?
ভাই, এত কথা বলছেন কেন? জানেন না-বিশ্বাসে মুক্তি মেলে, তর্কে বহু দুর!!!!!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




