
ধর্মে বিশ্বাসিরা মাঝে মাঝে এ কথা বলে আত্মতৃপ্তি পায় যে পরকাল মিথ্যা হল কাহারও লস নেই কিন্তু সত্য হলে তারাই জিতবে ধর্মে অবিশ্বাসিরা তখন বিপদে পড়বে।
দৃষ্টিকোন-২
সত্যিকার অর্থে পরকাল যদি সত্যিই থাকে তাহলে ধর্মে অবিশ্বাসিরাই রক্ষা পাবে। কারন সৃষ্টিকর্তা নিশ্চয়ই এমন অবিচারক হবেন না যে কোন ব্যক্তি তার বিবেক-বুদ্ধি ব্যবহার করে বুদ্ধিমান মানুষ হিসাবে জীবন যাপন করার অপরাধে তার শাস্তি হবে।বরং স্রষ্টা যে তাকে বিবেক-বুদ্ধির মত এক বড় নেয়ামত দিয়েছেন। স্রষ্টা প্রদত্ত এ বিবেক-বুদ্ধি ব্যবহার করে সুস্থ জীবন যাপন করাই বিবেক-বুদ্ধি নামক নেয়ামতের শুকরিয়া আদায়। আর বিবেক-বুদ্ধিকে পৈত্রিক ধর্মের প্রতি বন্ধক রেখে ধর্মের অন্ধ অনুকরন করা হল চরম অকৃতজ্ঞতা।স্রষ্টা-প্রদত্ত বিবেক-বুদ্ধি ব্যবহার না করে ধর্মের অন্ধ আনুগত্যর কারনে মানবতার যে সকল ক্ষতি হয়েছে তার জন্য তাদেরকে বরং শাস্তির মুখোমুখি হতে হবে।
দৃষ্টিকোন-২
পরকাল যদি সত্যিই হয় তাহলে প্রশ্ন আসে কোন ধর্মের আলোকে পরকাল। ইসলাম ধর্মের আলোকে পরকাল হল মুসলিম ছাড়া বাকি সবার রক্ষা নেই। আবার হিন্দু ধর্মের পরকাল হলে তখন মুসলমানদের রক্ষা নেই।এ দৃষ্টিকোন থেকে নির্দিষ্ট একটি ধর্মের লোক বাদে বাকি সবার রক্ষা নেই-যারা কোন ধর্মে বিশ্বাস করে না তারা যেহেতু বাকি সবার (যে ধর্মের পরকাল তারা ছাড়া) মধ্যে পড়ে, সে কারনে এ দৃষ্টিকোন থেকে ধর্মে অবিশ্বাসিরাও রক্ষা পাবে না।
যেহেতু এ দৃষ্টিকোন একটি হাস্যকার বিষয়।সৃষ্টিকর্তা এত বড় অবিচারক ও বেকুফ নন। সুতরাং এ দৃষ্টিকোনের সম্ভাবনা -০%।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



