

আপনি বংশগতভাবে যে ধর্ম পেয়েছেন তার প্রতি সহজাত ভালবাসা থাকবে এটাই স্বাভাবিক। ধর্ম যদি ক্ষতিকর না হয় তাহলে আপনার এ ভালবাসায় কারো আপত্তি থাকার কথা নয়।ধর্ম যে সকল ক্ষতি করছে তার মধ্যে জঙ্গিবাদ অন্যতম একটি।আপনি হয়ত বলবেন, যারা জঙ্গি তারা মূলত ধর্মের শত্রু, আমার ধর্ম মানবতা শেখায়।এরপক্ষে আপনি অনেক রেফারেন্স ও প্রমান দেখাতে পারবেন।
আপনি যে সকল প্রমান দেখাবেন তা মিথ্যা নয়। তবে যারা জঙ্গি হচ্ছে তারাও যে ঐ একই ধর্মীয় পুস্তক থেকে হচ্ছে সেটিও মিথ্যা নয়। আপনার নিজ ধর্মের প্রতি আপনার সহজাত ভালবাসার কারনে নিজ ধর্মের এরুপ সমালোচনা শুনতে মনে একটু কষ্ট লাগে ঠিকই।কিন্তু সত্যে বড়ই নিষ্ঠুর।
আমি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমানে জীবনের কম সময় ব্যয় করিনি।ইসলাম নিয়ে যথেষ্ট পড়াশোনা করা হয়েছে। আমি কুরআনে এমন অনেক বানীও পেয়েছি যা মানুষকে জঙ্গি বানায়।যারা জঙ্গি হামলা চালিয়ে নিজেদের জবিনটা দিয়ে দিল, কুরআন থেকে কিছু দলিল না দিলে তাদেরকে তাদের নিজেদের জীবন দিতে রাজি করানো যেত না।
যারা জঙ্গি হামলা করল সকলে তাদেরকে গালি দিচ্ছে। যারা জঙ্গি হামলা করল, আমি তাদেরকেও ভিকটিম বলি। যে ধর্মীয় বিধান তাদেরকে জঙ্গি করল সেটাই মূল নিন্দনীয়।যে ধর্মীয় পুস্তক এ জঙ্গি যুবকদের নিজেদের জীবন এবং সেই সাথে নিরিহ কিছু লোকের জীবন অকালেও ঝরাল, মুল দায়টি সেই পুস্তকের।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




