
দাবী করা হয় যে ইসলাম স্রষ্টা প্রদত্ত একটি বিধান।যারা উহার অনুসারী তারা এটাকে স্রষ্টা প্রদত্ত বিধান হিসাবে অন্ধভাবে মেনে চলে, অথচ কুরআনে যারা অন্ধত্বের পথ অবলম্বন করে তাদেরকে নিকৃষ্টতম প্রানী বলে আখায়িত করেছে। সে যাই হোক, যখন ইসলাম যে মানবরচিত ধর্ম-এর পক্ষে প্রমান উপাস্থাপন করা হয় তখন একটি প্রশ্ন করা হয় যে ইসলাম যদি সত্য নাই-ই হয় তা হলে এর চেয়ে ভাল কোন ধর্ম আছে যা তারা পালন করতে পারবে? এ শ্রেনীর প্রশ্নকর্তাদের কাছে আমার নিম্নের প্রশ্ন:
ধরুন, আপনি বাজারে গেলেন মাছ কিনতে।কিন্তু বাজারে গিয়ে দেখলেন সেখানে পচা মাছ ভিন্ন কোন মাছ নেই।কোনটি বেশি পচা আর কোনটি কম পচা। আপনি বাড়ীতে যাদের রেখে এসেছেন তাদের বিশ্বাস যে বাজারে ভাল মাছ আছে – এটা শুধু তাদের অন্ধ বিশ্বাস। তারা কখনও যাচাই করে দেখেনি যে বাজারে আসলে আদৌ কোন ভাল মাছ আছে কিনা?ভাল মাছ আছে কিনা তা জানবেই বা কি করে? বাজারে ভাল মাছ আছে কিনা তা মনের গহিনে স্থান দেয়াই মহাপাপ মনে করে, আর কেউ যদি তাদের নিবৃদ্ধিতা ধরিয়ে দিতে যায় তখন তার উপর চড়াও হও।সত্য কথা বললে তাদের দুর্বল অনুভুতিতে আঘাত লাগে।এখন আপনি নিজ চোখে দেখলেন যে বাজারে পচা বৈ ভাল মাছ নেই।এখন আপনি কি করবেন (ধরুন আপনি আর অন্য কোথায়ও ভাল মাছ পেলেন না)?
১. পচা মাছকেই ভাল মাছ বলবেন?
২. কোন একটি পচা মাছ খাবেন?
৩. কোন মাছই খাবেন না, কারন ভাল কোন মাছ নেই।
(আমি তৃতীয় পক্ষে, আপনি?)
তবে ধর্মের সাথে মাছের উদাহরনের কিছু পার্থক্য আছে। তাহল মাছ সুস্বাদু, পুষ্টিকর খাবার যা মানবদেহের জন্য প্রয়োজন, অথচ ধর্ম না থাকলে কোন ক্ষতি নেই বরং থাকলে বহুবিধ ক্ষতি আছে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





