একনিষ্ঠ জামাতী পরিবারের একটি ছেলে অনেক ভেবে চিন্তেই শিবির হয়ে গেলো। তার জীবনের তখন সবকিছু বদলে গেলো। চারিদিকে সুবিধা আর সুযোগ। সে সেই সুযোগগুলো গ্রহণ করে সে শিবিরকে আকড়ে ধরে থাকলো। তারপর যখন পৃথিবী সম্পর্কে আরও বেশী জানলো, তখন তার বিশ্বাস আরও দৃঢ় হলো। সেই কাহিনীই লিখবো আগামী কয়েকটি পোস্টে।
আমার পুরো বংশ ঘোর জামাতি। মফসলে আমার বাবার ড্রয়িংরূমে ছিল মোঃ আলী জিন্নাহ ও আহয়ূব খানের ছবি। আমার চাচা ছিল আল বদর বাহিনীর নেতা, বাবা শান্তি কমিটির। আমাদের পরিবারের সকলেই মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন কর্মকান্ডে অংশ নিয়েছিল। আমার মা- বাবা,দাদা-দাদী সকলেই বাংলাদেশের স্বাধীনতা বিরূদ্ধে প্রচারনা চালিয়েছিল। যে দিন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সেদিন আমি জোরে কান্নাকাটি করেছিলাম।
আমাদের বাসায় কেবলমাত্র ইসলামী সংগীতের চর্চা ছিল। অন্য কোন ধরনের গান বাজানো ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। ছোটবেলাতেই আমি যুক্ত হই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক পরিচালিত ফুলকুড়ি নামক একটি সংগঠনের সাথে। এতে পরিবারের সবাই আমাকে যথেষ্ট উৎসাহিত করে।
সেখানেই পাই আমার প্রথম সৌভাগ্যের দর্শন।
(চলবে...)
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




