একনিষ্ঠ জামাতী পরিবারের একটি ছেলে অনেক ভেবে চিন্তেই শিবির হয়ে গেলো। তার জীবনের তখন সবকিছু বদলে গেলো। চারিদিকে সুবিধা আর সুযোগ। সে সেই সুযোগগুলো গ্রহণ করে শিবিরকে আকড়ে ধরে থাকলো। তারপর যখন পৃথিবী সম্পর্কে আরও বেশী জানলো, তখন তার বিশ্বাস আরও দৃঢ় হলো। সেই কাহিনীই লিখবো আগামী কয়েকটি পোস্টে।
৩. ফুলকুড়ি
ক্লাস এইটে পড়ার সময় স্থানীয় ফুলকুড়ি আয়োজিত একটি রচনা প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় হয়েছিলাম। প্রাইজ আনতে গিয়ে আস্তে আস্তে ফুলকুড়ি-র সাথে পরিচয়। বিকালে আমাদের ইসলামী সংগীত শিখানো হতো। কখনো শ্রোতা হিসাবে কখনো কোরাসের গায়ক হিসাবে গানের আসরে থাকতাম। হে খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, ইসলামীর ঐ বিজয় কেতন উড়ে ইত্যাদি গান ছিল আমার মুখস্থ। এক বড়ভাই ছিলেন ফুলকুড়ির পরিচালক। তিনি কলেজে পড়তেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা ছিলেন। খুব সুন্দর করে কথা বলতেন। অবশ্য ছাত্র শিবিরের সব ভাইয়েরাই সুন্দর করে কথা বলেন। তিনি একটা ছোট পত্রিকা প্রকাশের উদ্যোগ নিলেন। আমাদের লেখা তাতে ছাপা হবে। খুবই উত্তেজনাকর বিষয়। কিন্তু সমস্যা বাধলো ছাপানোর টাকা নিয়ে। আমরা দোকানে দোকানে গিয়ে বাইতুল মাল তুলে বড় ভাইয়ের হাতে দিলাম। ইসলামী ছাত্র শিবির অন্য দলের মতো চাঁদা তুলে না, তবে বাইতুল মাল তোলা জায়েজ আছে এটা ইসলাম সম্মত। এক ছাত্র শিবির কর্মীর মহান শাহাদত দিবসে ( উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন কর্মীদের সাথে মারামারি করতে গিয়ে শাহাদাত বরণ করেন, এতে বামপন্থীদেরও চার জন ছাত্র নিহত হয়) উক্ত পত্রিকা বের হয়। কিন্তু দুঃখের বিষয় ঐ পত্রিকায় আমার লেখাটি ছাপানো হয়নি। বড়ভাই অনেক সুন্দর করে, গুছিয়ে আমাকে বলল পরবর্তীতে আমার লেখা অবশ্যই ছাপানো হবে। যদিও পরবর্তীতেও কোন দিন আমার লেখা ছাপানো হয়নি তথাপি আমি কোন প্রতিবাদ করিনি। কারণ আমাদের ততদিনে শেখানো হয়েছে বড় ভাইদের কোন ভুল নেই তারা সসময় সঠিক যদিও তাদের কোন ভুল হয়ও তবে কোন প্রতিবাদ করতে হয় না। যারা প্রতিবাদ করে তারা বিপথগামী।
এখনও যখন আমাদের শ্রদ্ধেয় বড়ভাই মুজাহিদ, নিজামী, কামারুজ্জামানদের দেখি টিভিতে গুছিয়ে সুন্দর করে মিথ্যা কথা বলতে, আমি কোন প্রতিবাদ করি না। আমার শুধু আমাদের ছোটবেলায় দেয়া ইসলামী ছাত্র শিবিরের শিক্ষাটি মনে পড়ে যায়।
(চলবে.....)
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




