৪. বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
আরেকটু পিছনের কথা। তখন সম্ভবতঃ ক্লাস ফোর- ফাইভে পড়তাম। মাঝে মাঝে পার্শ্ববতী হাইস্কুলের ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা মিছিল নিয়ে আসতো আমাদের স্কুলে। পাঠক বন্ধুরা হয়তো জানেন ইসলামী ছাত্র শিবির-ই হচ্ছে একমাত্র ছাত্র সংগঠন প্রাইমারী স্কুলেও যাদের কার্যক্রম রয়েছে। ক্লাস বন্ধ হয়ে যেতো। জামাতপন্থী কয়েকজন শিক্ষক আমাদের মিছিলে যেতে উৎসাহিত করতো। বিষয়টা তখন যে শুধু ভালো লাগতো, তাই নয়, বরং এই মিছিলের জন্য অপেক্ষা করে থাকতাম। মিছিলে যখন নারায়ে তকবীর আল্লাহু আকবর, ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ ইত্যাদি শ্লোগান দিত তখন আমাদের ছোট্ট শরীরেও জিহাদী জোস চলে আসতো। আমরা কখনো আমাদের বাড়ীর রাস্তায় আসলে অন্যদের মতো মিছিল থেকে কেটে পড়তাম না। কারণ আমরা জানতাম ইসলামী ছাত্র শিবিরে মিছিলে অংশগ্রহণ করাও এক ধরনের জিহাদ।
সেদিন মিছিল শেষে ছোট্ট সামবেশ হল। সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের জেহাদী ভাইরা বক্তব্য রাখলেন। বক্তব্যের মূল কথা ছিল এদেশে যে কোন মূল্যে ইসলাম কায়েম করতে হবে। প্রয়োজনে নিজের জীবনের বিনিময়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের জন্য শহিদ হতে হবে। শহিদের মর্যাদা আল্লাহর কাছে অত্যধিক। ইসলামের শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। এদেরকে বাংলার পবিত্র মাঠি থেকে নিশ্চিহ্ন করতে হবে। যারা কথায় কথায় মুক্তিযুদ্ধের বুলি আওড়ায়, ইসলামের সেবকদের রাজাকার, আল-বদর বলে গালি দেয় তারা ইসলামের এক নম্বর শত্রু। আর আছে কিছু চিহ্নিত বুদ্ধিজীবী যারা ইসলামের বিরুদ্ধে বিবৃতি দেয় তাদের তালিকা তৈরী করে পর্যায়ক্রমে এদেশ থেকে নিশ্চিহ্ন করা হবে। ইসলামের কোন শত্রুর স্থান এদেশের পবিত্র মাঠিতে হবে না প্রয়োজনে এর জন্য আমাদের শহিদ হতে হবে। রক্তের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সুতরাং প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে হবে কিংবা অন্যের জীবন কেড়ে নিতে হবে। মুরতাদ, নাস্তিক যদি নিজের ভাইও হয় তাদের ক্ষমা করা যাবে না। বড়ভাইদের বক্তব্য শেষ হওয়া মাত্রই আমরা দ্বিগুন জোসে শ্লোগান দিতাম নারায়ে তকবির আল্লাহু আকবর। সেই ছাত্র অবস্থায় থেকে বড়ভাইদের দাউদ হায়দার, আহমদ শরিফ, আহমদ ছফা, তসলিমা নাসরিন শুরু করে হুমায়ুন আজাদ পর্যন্ত কত জনকেই যে মুরতাদ ঘোষনা করতে দেখেছি আজ তা সঠিক ভাবে মনে করতে পারি না। মুরতাদদের কতল করা ইসলামে জায়েজ আছে।
জেহাদী বড় ভাইদের বক্তব্য শুনে আমাদের শরীরেও জিহাদের জোস চলে আসতো। আমি তখনই মনে মনে ইসলামের জন্য শহিদ হওয়ার স্বপ্ন দেখতাম।
(চলবে..)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




