শাহরুখ একজন পারফরমার। দেশ-বিদেশে টাকার বিনিময়ে পারফর্ম করা তার কাজ। শাহরুখের প্রথম পরিচয় একজন মুভি স্টার হলেও সারা বছর হরেক জায়গায়, হরেক রকম পারফর্ম করে তিনি মুভির চেয়ে কম টাকা কামান না। টাকার বিনিময়ে মুভির বাইরে পারফর্ম করা শাহরুখের জীবিকার একটি অংশ। শাহরুখ কি ধরণের পারফর্ম করেন?
শাহরুখ বিজ্ঞাপনে পারফর্ম করেন, টিভি অনুষ্ঠানের হোস্ট হন, অ্যাওয়ার্ড ফাংশনে নাচেন। শাহরুখ নিজের স্টেজ শোতে নাচেন, কৌতুক করেন, ভাঁড়ামি করেন। শাহরুখ বিয়ে বাড়িতেও নাচেন, নিজেকে বর বা কনের কাজিন বা বন্ধু বলে পরিচয় দেন। শাহরুখ কোথাও তার মুখ দেখালেও সেটিও তার পারফরমেন্সের অংশ। এই সবকিছু শাহরুখ করেন টাকার বিনিময়ে বা টাকার জন্য। এটা শাহরুখের পেশা। শাহরুখ একজন বড় মাপের পারফর্মার। শাহরুখ খান একজন বড় মাপের এন্টারটেইনার।
শাহরুখ কোন পারফরমেন্সে যা কিছু করেন নিজের পচ্ছন্দ মাফিক বা আয়োজকদের পচ্ছন্দ মাফিক করেন। তাই শাহরুখ কোন প্রোগ্রামে গিয়ে কি করলো তার জন্য তাকে দোষ দেয়া বা দায়ী করা যাবে না। যদি শাহরুখের কোন কান্ডের জন্য দোষারোপ করতে হয়, দায়ী করতে হয়, অভিযুক্ত করতে হয় - করতে হবে আয়োজকদেরই। কারণ তারা সবকিছু জেনে-শুনেই তাকে আমন্ত্রণ জানিয়েছেন, শাহরুখের সব দায়-দায়িত্ব তাদের। শাহরুখ কি করবে না করবে, তার সঙ্গীরা বোরখা পড়বে না বিকিনি পড়বে, শাহরুখ কারও বউকে কিস করবে কি করবে না, কারও পাছায় লাথি মারবে কি মারবে না, অনুষ্ঠান হিন্দিতে হবে না ইংলিশে হবে, প্রোগ্রামের মাত্রা স্থানীয় সংস্কৃতির সাথে সহনশীল পর্যায়ে রাখা হবে কি না - এই সবকিছুই আয়োজকদের ঠিক করতে হবে। কারণ তারাই টাকা দিয়ে শাহরুখকে আনছেন। পরিকল্পনা তাদের আর পারফর্মের দায়িত্ব শাহরুখের।
২.
শাহরুখ কোন সিরিয়াস পারসন না। শাহরুখের পার্সোনালিটি আর আমিরের পার্সোনালিটি এক না। শাহরুখ মজা করতে পচ্ছন্দ করেন। তার ৮০% মুভিতেই তিনি কমেডি করেছেন। শাহরুখ তার বিভিন্ন প্রোগ্রামে কৌতুক করেন। তার স্টেজ শোগুলোতে তিনি ভাঁড়ামি করেন। তার সেন্স অফ হিউমার সুউচ্চ। মুভির বাইরে ইন্টারভিউ ছাড়া অন্য কোথাও শাহরুখকে সিরিয়াসলি নেওয়ার কোন মানে নেই। শাহরুখ তার কথায়-কর্মে লোক হাসাতে পচ্ছন্দ করেন। অনেক সময় হাস্যকর কাণ্ড করেন। নিজেকে জেনে-শুনে হাস্য সম্পদ বানান। কারণ এটা তার কাজ, এটা তার পেশা। এমন একজন ব্যক্তি যখন স্টেজে উপদেশ দেন, সেটা মজা করেই দেন। যখন গালি দেন, সেটাও মজা করার জন্যই দেন।
৩.
শাহরুখের স্টেজ প্রোগ্রামে যারা যান, তারা শাহরুখকে জেনেই যান। তাকে ভালবেসে যান। তার কাণ্ড-কারখানা মেনে নিয়েই যান। এই সব দর্শকদের আচরণের দায়িত্ব তাদের নিজেদের। তাই কারও বৌকে যদি তার স্বামীর সামনে শাহরুখ কিস করেন - সেই বৌ যদি নিজের কৃষ্টি-কালচার ভুলে গিয়ে খুশীতে আটখানা হন এবং স্বামী যদি প্রতিবাদ না করেন তার দায়িত্ব শাহরুখের না। কারণ শাহরুখ তার স্বকীয়তা বজায় রেখেছেন। কিন্তু দর্শক তার সংস্কৃতি বা আত্মমর্যাদায় উদ্দীপ্ত হয়ে মঞ্চ থেকে নেমে আসেননি।
শাহরুখকে টাকা দিয়ে পারফর্ম করতে আনা হয়েছে, দর্শকরা মোটা টাকা দিয়ে শাহরুখ-নাচ দেখতে গেছেন। কিন্তু দর্শকরা ইচ্ছা করলেই শাহরুখের অপমান লাগতে পারে এমন কোন স্পর্শকাতর কথা বলতে বা কাজ করতে পারেন না। কারণ শাহরুখকে পারিশ্রমিক দিয়ে আনা হয়েছে, কিনে আনা হয়নি। দর্শকরা মঞ্চে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারেন না। ছ্যাবলামি করতে পারেন না। যদি কোন দর্শক তেমন আচরণ করেন তবে দর্শক হিসেবে তিনি অযোগ্যতার পরিচয় দিয়েছেন। কিন্তু সেই দর্শকের দায়ভার বাকি সব দর্শকের উপর নয়, জাতির উপর নয়। যদিও প্রতিটি ব্যক্তি তার স্বজাতিকে প্রতিনিধিত্ব করে কিন্তু তার আচার-আচরণের দায়িত্ব তাকেই নিতে হবে।
ছবি: একটি অ্যাওয়ার্ড ফাংশনে সুপার ক্লাউন খান
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





