তোকে একটা চুমু খেতে পারব?
কপালেই না হয়? প্লিজ?
থাক। বাদ দে। রাগছিস যখন।
প্রেমে আমার আর প্লাবিত হওয়া হলো না।
আমার হাতটা তোর কোলে রাখতে দিবি?
আলতো করে? দুমিনিট?
ঠিক আছে। আরেকদিন।
সব অতৃপ্তি তৃপ্ত হওয়া হয়তো ভালো না।
আমার কাঁধে মাথা রেখে বসতে পারিস
আমার চুলে আঙুল খেলাতে পারিস
আমার মানিব্যাগ আপন করে নিতে পারিস
তোকে আমি পেতে পারব না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



