মাত্র জন্ম হলো, এখনো ১ মিনিট হয় নাই।
তিন মিনিট গেল, ছয় মিনিট গেল। কেউ দেখতে এলো না।
ঘন্টা পার হলো।
প্রায় ১ দিন হয়ে গেল, কেউ দেখতে এলো না।
১ দিন হতে প্রায় ঘন্টা খানেক বাকী। এখনো কেউ আসে নাই।
দিন শেষ হতে মাত্র ১১ মিনিট বাকী, এমন সময় একজন আসলো দেখতে। একটা পোস্ট দেওয়া হয়েছিলো।
কে আসলো দেখতে?
দিন পার হয়ে গেল। নিকের বয়স একদিন ১২ সেকেন্ড।
একদিন একমিনিট।
সপ্তাহ হতে ১ ঘন্টা বাকী, পোস্ট করা হয়েছে ৩টা।
সপ্তাহ পার হয়ে গেল, নিক এখনো জেনারেল হয় নাই। সেফ তো দূরের কথা।
এই সাতদিন সাত মাসের মত লম্বা হয়। (তবে ইদানিং তাড়াতাড়ি সেফ হচ্ছে)
দুই সপ্তাহ হয়ে গেল, অবস্হা আগের মতোই, পোস্ট করা হয়েছে, কিন্তু কেউ দেখতে আসে নাই।
একমাস হয়ে গেল, কোনো লাভ হলো না। আগের মতোই।
জেনারেল না হওয়াতে শেষমেষ মডুর ১৪ গোষ্ঠী উদ্ধার করে একটা পোস্ট দেওয়া হলো, অতঃপর???
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



