ইনি মনে করছেন, তার পোস্ট সবার পড়া উচিত, যেহেতু সবাই পড়ে নাই, তাই আবার পোস্ট দিয়েছেন। একটা লিখা সবার পক্ষে পড়া সম্ভব? যতক্ষণ ব্লগের সবার পড়া না হয়, ততক্ষণ তিনি রিপোস্ট দিতে থাকেন।
উনি জেনারেল হওয়ার আগে কিছু একটা অমূল্য লিখা লিখেছিলেন, কিন্তু সেটা তখন কেউ পড়ে নাই, তাই লিংক ফেরী করছেন। তিনি চাইলে সেই লিখাটা নতুন করে পোস্ট করতে পারতেন।
উনি কোন একটা খবর রিপোস্ট করেছেন, কিন্তু কিসের খবর, সেটা বলেন নাই। খবরটা কি নিয়ে, অন্তত সেটা জানাতে পারতেন।
উনি একবার স্বাগতম জানিয়েছিলেন ২০১৩কে, পুনরায় রিপোস্ট দিয়ে আবার স্বাগতম জানাচ্ছেন।
উনার চোখের পানি পড়ে যাচ্ছে, উনি আরো চোখের পানি ফেলতে চাচ্ছেন, তাই এই রিপোস্ট
কিছু কিছু ব্লগার আছেন, যারা মনে করেন, আমি এক অমূল্য লিখা লিখেছি, সেই তুলনায় হিট কি কম হয়ে গেল?
এই ধরণের ব্লগার আরো এক কাঠি সরেস, তারা নিজের পোস্টের বিজ্ঞাপন দিয়ে পোস্টখানা কতটুকু হিট হয়েছিলো, সেটা নিয়ে একটা ধারণা দিতে চান। (জাস্ট সিক মনে হয় এদের) । একটা পোস্ট ১১৫০ বার পড়ার পরও আবার রিপোস্ট দিতে হয়?
আপনারা রিপোস্ট দিয়েছেন, কেন দিয়েছেন, সেটা বলেন নাই, কিংবা আপনাদের পোস্টখানা কি নিয়ে লিখেছেন, সেটাও লিখেন নাই। খালি রিপোস্ট কিংবা Click This Link দিলে মানুষ তো পড়বে না। আপনি কি নিয়ে লিখেছেন, সেটা তো অন্তত জানাতে হবে।
একটা অনুরোধ: রিপোস্ট না করলে কি হয় না? আপনি যদি ভালো লিখেন, আপনার লিখা মানুষজন এমনিতেই পড়বে। আপনার লিখার হিট বাড়লে কি ব্লগ থেকে আপনাকে টাকা পুইসা দেয়? খামাকা রিপোস্ট দিয়ে ব্লগের জায়গা দখল করাটা উচিত নয়।
এই হিট কি আপনি আপনার বায়োডাটা কিংবা সিভিতে লিখবেন? এই হিট কি কেজি দরে বিক্রি করতে পারবেন?
যদি তেমন কোন কাজে লাগাতে না পারেন, তবে হিটের পিছে ছুটে লাভ কি?
এই শীতে আপনার যদি নেহায়েত হিট দরকার হয়, তবে কিবোর্ডের এই বোতামটা চাপুন।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




