![]()
আমাকে শক্তি দাও, হে সর্বশক্তিমান
দুঃখ-পারাবারে দেখাও কাঙ্খিত তীর,
কুক্ষনে পাপাচারে হয়েছি আগুয়ান
হয়েছে হতাশায় নিমজ্জিত তিমির।
ভুলি' তোমায়, মত্ত আমি মোহনিদ্রায়,
নিষ্কাম কর্মে মজি' তব ছিলাম বাঁচি';
কেটেছে ক্ষণ ষড়রিপুর তাড়নায়-
ঈদৃশ আলো হেলা করি' আলেয়া যাচি।
সহসা কোন এক শুভ্র ছোঁয়াতে কা'রো,
শুভক্ষনে হল আপন বোধ জাগ্রত,
বিবেক আনিল সে পথে, যা ছিল হৃত -
কহিল সে, "সভ্যতা নতুনরূপে গড়ো।"
মানিলাম আজ্ঞা, চলিলাম জয় রথে,
স্রষ্টার সৃষ্ট জীবন বিধানের পথে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



