অতি-সম্প্রতি এ-টীম কর্তৃক প্রকাশিত ই-বুকে অনেক অনিয়ম, দুর্ণীতি, টালবাহানা, নয়ছয়, দা-কুমড়া, সাপে-নেউলে, স্বজনপ্রীতি, অপমান, ঘাড়ধাক্কার ব্যাপার ঘটেছে। আমাদের অনেক সুলেখক, সুশীল ব্লগারের লেখা তারা বাছাই পর্বেই বাদ দিয়েছে। অনেকের লেখা প্রাথমিক বাছাইয়ের সময় রাখলেও পরে বাদ দেয়া হয়েছে।
আমরা পজিটিভ ব্লগার সমাজ এহেন অপমানকে কখনোই মেনে নিবো না। আমরাও আমাদের ই-বুক প্রকাশ করে দেখিয়ে দেবো কত আলুর কত খোসা। অতএব, আপনারা এই লেখায় কমেন্টাকারে আপনাদের প্রিয় পোস্টের লিংক দিয়ে যান। ওদের চেয়ে ভালো বই যদি বের না করতে পেরেছি, তো আমাদের নাম ইহা নয়।
লেখা নির্বাচনের সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন:
১। আমাদের মটো এমন সব ব্লগারদের লেখা বাছাই করা, যারা রাজাকারদেরকে ঘৃণা করে; কিন্তু -
ক) রাজাকারদের বাক-স্বাধীনতা রক্ষায় "বিরুদ্ধমত কে স্তব্ধ করে দিতে চাই না, আমরা চাই তাদের কথাগুলোও শুনতে" এ নীতিতে বিশ্বাসী।
খ) বন্ধুর মতো তাদের পাশে এসে দাড়িয়ে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় কনভার্ট করা যাবে বলে আশাবাদী।
২। এ-টীম ব্লগারদের লেখা নির্বাচিত হবে না।
৩। রাজাকার ব্লগারদের লেখা নির্বাচিত হবে না। তবে যারা ধার্মিক ব্লগার, তাদের লেখা নির্বাচনে অগ্রাধিকার পাবে। উদাহরণস্বরূপ, সাগরনীলের লেখা বাদ, কিন্তু সন্ধ্যাবাতির লেখা সিলেক্ট করা যাবে।
৪। সকল গালিবাজের লেখা বাদ। যারা গালির বিরুদ্ধে ব্লগান্দোলনে বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন, তাদের লেখা সঙ্কলনের প্রথম দিকে থাকবে।
৫। বুদ্ধিজীবীদের লেখাও সিলেক্ট করা যাবে। ই-বুকের মানরক্ষার জন্যই এটা দরকার। তারা যদি লেখা প্রকাশে প্রথমে সম্মত না হয়, তাহলে হাতেপায়ে ধরে হলেও লেখার অনুমতি সংগ্রহ করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



