কুয়াশার মত চোখ দুটি ভিজে আছে জলে
জানিনা এ চোখে নতুন কোন সপ্ন মেলে।
কারও জন্য অপেক্ষা যে কত কষ্টকর
তোমাকে বুঝিয়ে গেলাম তাই জীবনভর।
তবুও তুমি বুঝলেনা আমার কষ্টটা
সারাজীবন চালিয়ে গেলাম নিজের দুষ্টুমিটা।
তাই কান্নায় ভেসে যায় এই দুটি চোখ
কষ্টের চাপাকান্নায় সয়ে গেছে বুক
কখনও কষ্টের চাপে ফেটে যায় বুক।
হৃদয়ের গানের ডালি যায় যে ঝড়ে
হৃদয় তখন শোকের ভারে নিথর হয়ে পরে।
চোখে শুধু ভেসে চলে শ্রাবনের অঝর ধারা
সে যেন হৃদয়ের অশ্রু ধারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




