বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াই ‘তেঁতুল হুজুরের তেঁতুল’ কি না এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আল্লামা শফি মেয়েদের তেঁতুল বলেছেন। আমাদের বিরোধী দলীয় নেত্রীই তার সেই তেঁতুল কিনা আমি জানি না। তিনি যেভাবে সাজুগুজু করে থাকেন, তাকে দেখে শফি সাহেবের লালা পড়ে কিনা?’
বিএনপি নেত্রী হাসিনাকে নিয়া কখনও এমন আজে বাজে ভাষায় কথা বলেছেন, কখনো? কেউ বলতে পারবেন? আলেম আল্লামা আহমদ শফি নারীদের পর্দা করার গুরুত্ব বোঝানোর জন্য তেতুল সংক্রান্ত একটি উপমা ব্যবহার করেছেন। আবার ভিন্ন ওয়াজে বলেছেন, প্রধানমন্ত্রী যেভাবে কাপড় পড়ে বেড়ায়, সেটায় আপত্তি নাই। প্রশ্ন হলো, এর মধ্যে খালেদা জিয়া আসলো কোত্থেকে? ২০১১ সালে হেফাজত সৃষ্টি করেছে আম্লীগ। উদ্দেশ্য ছিল- জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করা। নেপথ্যে কলকাঠি নাড়ছিল বনমন্ত্রী হাছান মাহমুদ। তার নিজের নির্বাচনী এলাকা হাটহাজারী। আর হেফাজতের ভোট পেয়েই সে এমপি হয়। এবারে নাস্তিক ব্লগারের বিরুদ্ধে হেফাজতের আন্দোলন শুরু হলে এই হাছান বহুবার গেছে শফি হুজুরের কাছে। বার বার চেষ্টা করছে হেফাজতকে বাগে আনার জন্য। কিন্তু ৫ মে শাপলা চত্তরে গণহত্যা চালানোর পরে সব হিসাব নিকাশ উল্টে যায়। এখন হেফাজতকে বিএনপির ভাগে দিয়ে হাসিনার দলবলের মাথা নষ্ট হয়ে গেছে। এরপরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে নানান আজে বাজে উক্তি চলছে।
একজন রাস্তার মেয়ের অশালিন মন্তব্য আর প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মধ্যে পার্থক্য কি?
গত ২৮শ মার্চ আমি এমনই একটি করছিলাম:
শেখ হাসিনার তুলনায় খালেদা জিয়া অনেক পরিচ্ছন্ন কথা বলেন....
Click This Link
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





