ইদানিং প্রায়ই টক শো, আর বিভিন্ন লোকজনের কথায় পযিটিভ বাংলাদেশ দেখার প্রবনতা থেকে আমাদের ইঙ্কাম ইনইকুয়ালিটিটাকে খাটো করে দেখান হয়। আমাদের জিডিপি ভিত্তিক ইকনমিক ডেভেলাপমেন্ট ইন্দিকেটারে ৬% , ৭% গ্রোথ এর কারনে বলা হচ্ছে আমরা অনেক
এগিয়ে গেছি। যেখানে রিসেসানে পরে, ইউরোপে ১% , ২% গ্রওথ হচ্ছে আমাদের হচ্ছে ৬%
প্লাস। এই উন্নতির মিথ টার উপর একটা লেখার ইচ্ছা ছিল অনেক দিন।
সেইটা নিয়া কিছু কায শুরু করেছি আজকে ।আর একটা মজার ডাটা পেলাম।
দৈনিক ১.২০ ডলার মানে ১০০ টাকা, মানে মাসিক ৩০০০ টাকার নিচে আয়, মানে
পভেরটি লাইনের নিচে আয় করা মানুশ ১০ বছরে, ২০০০ সালে ৫৮% থেকে এখন ৪৩%
এ নেমে এসেছে। মানে দারিদ্র সীমার নিচের মানুশ, ১০ বছরে কমেছে ১৫%। বিয়াপক
উন্নতি।
ভাল কথা। এখন আরেকটা ডাটা দেখেন। ২ ডলার মানে, ১৬০ টাকা, মানে মাসিক
৫০০০ টাকার নিচে আয়কারি মানুশের সংখ্যা ২০০০ সালে ৮০.৩২% থেকে ২০১০ সালে
৭৬.৫ % এ নেমে আসছে। মানে, মাত্র ৪% মানুষ এই দশ বছরে, নিম্নবিত্ত থেকে
মধ্যেবিত্তে পৌঁছেছে। এই মাসিক ৩০০০ টাকা আয় করা, দারিদ্র সিমা থেকে বেরিয়ে আসা
মানুষ গুলোর আয় ৩০০০ টাকা থেকে মাসিক ৫০০০ টাকা আয় এ পৌঁছেছে ১৫-৪=৯%। এর আরেকটা মানে আমাদের দেশে এখন ৭৬.৫% মানুষ মানে ১২ কোটি মানুষ ৫০০০টাকার নিচে আয় করে পুরো পরিবার সহ কনমতে খেয়ে পরে বেচে আছে। এই ৭৬।৫-
৪৩=৩৩.৬ % মানুষ হচ্ছে, আমাদের দেশের নিম্নবিত্ত। এদের কোন সিকিউরিটি নাই,সেভিংস নাই বিপদের দিনের জন্যে। এর নিচের ৪৩% মানে ৬.৫ কোটি মানুষ দুই বেলা
খেতে পায় না।
এই টাকেই আমরা বলছি শনই শনই উন্নতি।
আওয়ামি লিগ এর তুঘলকি রান্না করা ডাটার একটা মজার রেফারেন্স পেলাম। কেমনে সরকার
এর একটা সারভে থেকে, অর্থমন্ত্রীর বাজেট বক্ত্রিতায় পার কেপিটা ইঙ্কাম ডবল দেখাইছে,
আর ইন্টারন্যাশনাল মেডিয়াতে কেমন হাসাহাসি হইছে।
যেই গতি তে আমরা আগাচ্ছি তাতে ২০২১ এ আমাদের ৭০% মানুশের আয় থাকবে, ৫০০০
টাকার নিচে। কিন্তু পভারটি লাইনের নিচ থেকে, হইত আর ২০% বেরিয়ে আসবে।
কিন্তু ঠিক অই ডাটা টা কেউ দেখবেনা।
হায়রে ৭% জি ডি পি। হায়রে মিডল ইঙ্কাম কানট্রি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



