কোনদিন যদি ভুলে যেতে চাও,
চেষ্টা করো,
তোমার মনটাকে
বুকের ভেতর থেকে টেনে বের করে
সেখানে আমার নাম
খোদাই করে লিখে দেবো,
তবুও ভুলতে দেবো না আমায়।
কোনদিন যদি চলে যেতে চাও,
চলে যেও,
পৃথিবীর যে প্রান্তেই যাও,
যে গুহাতেই মুখ লুকাও না কেন,
আমার এই সন্ধানী মন
তোমায় ঠিকই খুঁজে নেবে।
তারপর হবে তোমার পালিয়ে যাবার শাস্তি।
কোনদিন যদি ঘৃণা করতে ইচ্ছে হয়,
ঘৃণা করো,
আমি আমার সর্বস্ব বাজী রেখে
তোমার ভালোবাসা আদায়ের চেষ্টা করবো,
একবার...... দুইবার...... তিনবার...... তারপর......
তোমার সামনে দুটো রাস্তা খোলা থাকবে,
হয় ভালবাসবে, নাহয় মরবে।
কোনদিন যদি মরে যেতে ইচ্ছে হয়,
খবরদার !! সেই চেষ্টাও করোনা ।
আমাকে একা ফেলে এত সহজে মরে যাবে !!
কখখনো না,
অন্তঃত আমি বেঁচে থাকতে তা হতে দেবনা ।
বাঁচলে একত্রে বাঁচব,
আর মরতেই যদি হয়,
তোমার আগে মরব, পরে নয় ।
আসলে,
আমাকে ভালবেসে তুমি
বিরাট জালে ফেসে গেছো,
মৃত্যুর পূর্বপর্যন্ত তোমাকে আমি ছাড়ছিনা ।
তুমিতো জানোই, আমি এক জটিল মানুষ,
আর, আমার ভালোবাসা......?!
জটিল ভালোবাসা ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




