আসলে আমাদের ভালবাসার অনুভূতি প্রকাশ করার মত শব্দ পৃথিবীতে অপ্রতুল,
ভালবাসা হলো পুরনো সুতায় গাথা মুক্তার মালা ছিরে গেলে সব ছরিয়ে পরে,
তোমার শব্দ মালা যেন নিরীহ বৃষ্টির ফোঁটা, মুছে দেয় সব হতাশা, অপ্রাপ্তি, যন্ত্রণা।
তোমাকে নিয়ে যেতে চাই দূরে, বহু দূরে, শুন্যতার ও সীমানা ছারিয়ে, অন্তহীন পথে, নির্জন কোন এক পউষের নিঃসঙ্গ রাতে।
তোমার ভালবাসার রঙ নির্বাসিত হয়ে নিয়েছে ক্যাফেইনের বর্ণ,
হয়ে গেছে এক অজানা সপ্নের ভাষা এক অপ্রকাশিত কবিতা.........
আমার আঁধারে চোখ মেলে দেখ। চাঁদের আলোতেও মেঘগুলো নির্বাসিত। বিশাল আকাশটাও অস্পষট।। ভেজা জ্যোৎস্নাতে দুঃখ গুলো ঝরে পড়ে বিন্দু বিন্দু শিশিরের মত।
বহু বহু দূরে নির্জন নক্ষত্রের কান্নার স্পষ্ট ব্যাঞ্জন।
ক্ষণিকের এই কষ্ট গুলো যেন বিবর্ণ ক্যানভাসের জলরং।
প্রয়োজন নেই আজ আমার জ্যোৎস্না মাখা করুন আলোর, আজ
তোমায় দিলাম ছুটি।
ভালবাসব বলেইতো শুন্যতার নাম আকাশ।
“প্রতিদিন শত, হাজারও ভীড়ের মাঝে
খুঁজে ফিরি সেই ক্ষণিকের চেনা মুখ,
দেখা হয়ে যায় যদি কোণ এক ব্যস্ত
পথের মাঝে, সেকি আমায় নিবে চিনে??
শুন্যতায় ভেসে গেছে জীবনের মাঝ পথ
সপ্ন নয়, প্রেম নয়, তোমাতে বিভোর।
আমার ঘুমের বিভোরে নিশ্চুপ উড়ে জোনাক,
মিশিয়ে শত কল্পনার রঙ।
তোমার সুখের ভাগ নিবনা,
দুঃখের সাথে ভাগ দিবে কি? “
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




