দেলোয়ার হোসেন সাঈদী ওরফে দেউল্লা চুরা ওরফে দেউল্লা রাজাকার ওরফে মেশিনম্যানের ওয়াজ শুনে নাকি অনেক ভিন্ন ধর্মাবলম্বী মুসলমান হয়ে গেছে ( আসলে বিষয় হলো দরিদ্র অসহায় কিছু মুসলমানকে ভয় ভিতী, টাকার লোভ দেখিয়ে আনা হতো । তারাই সাঈদীর মাহফিলে সবার সামনে আবারও মুসলমান হতো) । তারা ওয়াজ শুনে লক্ষ লক্ষ বেপর্দা নারী নাকি পুরো অসূর্য স্পর্শ্যা হয়ে গেছে ?
যদি তাই হয় তাহলে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া জে . এস. সি কেন বোরকা নিলেন না, হেজাব নিলেন না ? ৪০ পার হলেই বাঙ্গারী পুরুষ, নারীরা মোটা মুটি ধর্ম পালন শুরু করে মৃত্যু চিন্তায় ।
কিন্তু আস্তিক, নাস্তিক ফতোয়া দানকারী বেগম জিয়া এখনও সাজ সজ্জা করেন ১৮ বছরের তরুনীর মত বা বলা যায় বাংলাদেশের সব চেয়ে সাজুনী রমনী তিনিই ।
প্রশ্ন আসা কি স্বাভাবিক না, দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ কেন বেগম জিয়াকে প্রভাবিত করতে পারলো না? কোন ইসলামে আছে এমন সাজ সজ্জার কথা? নাকি দেলোয়ারদের, খালেদাদের ইসলাম ব্যাক্তি বিশেষে হাটাচলা করে? চরিত্র বদলায়?
কারো জানা থাকলে আওয়াজ দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




