যে শত্রু আমার জন্ম নিয়ে প্রশ্ন তুলে ,সে যদি আমার ভয়ংকর শত্রুর বিরোধীতা করে তবু সে আমার বন্ধু নয়।
যে দল আমার দেশের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধভাবে যুদ্ধ করেছে।বাংলাদেশের জন্মের বিরোধীতা করেছে।সে আমার বন্ধু কখনই হতে পারেনা।সে যদি আমার বর্তমান শত্রুকে সমুলে বিনাশ করে তবুও সে আমার বন্ধু হতে পারেনা।
আমার ভাই-এর হত্যাকারী যদি আমার পিতার হত্যাকারিকে হত্যা করে তবুও সে আমার বন্ধু নয়।যেমন বন্ধু হতে পারেনা আমার মা/বোনকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়া কুলাঙ্গাররা।
ছি দ্বাসত্ব ছি! ছি ধীবর ছি!
ব্লগ নিয়ে আপনাদের নোংরা খেলা দেখেছি।আপনাদের অনুসারিদের হুমকি ধামকিও দেখেছি।আমারা দেখেছি সিন্ডিকেট-বাজী।আমরা দেখেছি তথাকথিত ঝাতিয়তাবাদিদের সন্মিলিত নোংরামি।
আপনাদের দৃস্টিতে আঃ লীগ-কে শায়েস্তা করার জন্য ,জামাতকে আপনাদের প্রয়োজন আছে।জামাত/শিবিরকে নিয়ে সারাশি আক্রমন চালিয়ে সরকার এবং আঃ লীগকে আপনারা সায়েস্তা করতে চান।যে দলের নিজের উপর এবং নিজের কর্মিদের উপর আস্থা নেই তাদের কি রাজনিতি করার অধিকার আছে।যে দলের সাধারন মানুষের উপর বিশ্বাস নেই তাদের কি আদৌ বিশ্বাস করার কোন কারন আছে।যে দলের নেত্রী বাংলার অধিকাংশ মানুষকে নাস্তিক আখ্যা দিচ্ছেন সেই বাংলায় কি করে তিনি রাজনিতি করতে চান।
আপনারা এতটাই পচে গলে গেছেন আপনাদের ধুর্গন্ধও সহ্য করা কষ্টকর হয়ে যাচ্ছে।মানুষ কতটা দলকানা এবং নেত্রী প্রেমিক(জি ঐ শব্দটাই আপনাদের জন্য প্রযোজ্য) হলে নিজের মায়ের বিরুদ্ধে দাড়াতে পারে তা আমরা দেখেছি ৭১-এ।এবং আপনাদের বদৌলতে আবার দেখছি আজ ২০১৩ সালে।
আপনারা কোনদিনই দল এবং দলনেত্রীর উর্ধে্ব দেশকে স্থান দিতে পারেন নাই এবং পারবেন বলে মনে হয়না।যে দলের নিতি নির্ধারক থেকে শুরু করে মাঠ পর্যায়ের একজন কর্মী পর্যন্ত সুবিধাবাদি সে দলের কাছে আসলে আশা করার কিছু নেই।
আপনারা কথায় কথায় ১টা কথা বলেন আঃ লীগ এতদিন যুদ্ধাপরাধীদের বিচার কেনো করে নাই।একটু চিন্তা করে দেখেনতো, যদি বলি আপনাদের জন্যই করা সম্ভব হয় নাই।তাহোলে কি খুব ভুল বলা হবে?এখন পর্যন্ত স্বাধীনতার পরবর্তি সময়ে আপনারাই বেশিরভাগ সময়ে ক্ষমতায় ছিলেন ।আপনারা কি করেছেন কোন বিচারের বিষয়ে!আইন করে বিচার বন্ধ করে যারা তারা করবে বিচার।ব্যাপারটা হাস্যকর হয়ে যাচ্ছেনা।আপনারা বিচার করবেন বলছেন ,তাহলে আজকের বিচারের সাথে থাকতে অসুবিধা কোথায়?
আপনাদের নেত্রীর ভাষায় আমরা দেশে প্রবাসে যারা রাজাকারের বিচার চাই তারা সবাই নাস্তিক।আমাদের কোন ধর্ম নাই।হ্যা রাজাকারের বিচারের প্রশ্নে যে অপবাদ দিবেন তাই মেনে নেবো।কিন্তু বাংলার মাটিতে কোন রাজাকারের ঠাই নাই।সেটা যে দলের যত শক্তিশালী হোক।
জয় গণজাগরন মঞ্চ,জয় বাংলা।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




