আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে।কিছু সময় পর পর সাংবাদিকদের সামনে এবং বিভিন্ন টিভি চ্যানেলের সামনে উপস্থিত হয়ে বি,এন,পি-র পক্ষে কিছু মুখপাত্র আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন খালেদা জিয়ার নাম করে।
আবার কিছু কিছু শরিক দলের নেতারাও বর্তমানে তার অফিস কাম বাড়ি থেকে বের হয়ে এমন ভাবে বলছেন যেনো এই মাত্র খালেদা জিয়ার বার্তা নিয়ে উপস্থিত হয়েছেন তারা।
তাদের এ্যাকটিভিটিজে মনে হয় এই মূহুর্তেই তারা কথা বলে আসলেন খালেদা জিয়ার সাথে ।এবং তার কথার প্রতিধ্বনিই উচ্চারণ করছেন তারা।
তাহোলে উনি অসুস্থ থাকেন কিভাবে...? পিপার স্প্রেতে অসুস্থ ছেলের মৃত্যুর সংবাদ শুনে ঘরে খিল দিয়েছেন কারো সাথে কোন কথা বলছেন-না।তাহোলে সব কিছুতেই তার উপস্থিতিটা কোথা থেকে হইতেছে।
এখানে যদি আমরা এখন মনে করি খালেদা জিয়ার নামে সকল ওহি নাজেল হইতেছে লন্ডন থেকে।এতে কি আমাদেরকে খুব দোষ দেওয়া যায়? কারন যে রকম কর্মসূচি দেওয়া হোচ্ছে তা বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে দেওয়া হোচ্ছেনা এটুকু দিনের আলোর মত পরিস্কার।যেভাবে কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হইতেছে তা রিমোট কন্ট্রোলের মাধ্যমেই দেওয়া হইতেছে ।একমাত্র বিলাস বহুল এয়ার কন্ডিশন রুমে বসে থেকেই এই কর্মসূচি গুলো অনুমোদন করা সম্ভব।
আশা করি সাংবাদিক বন্ধুরা একটু খতিয়ে দেখবেন ব্যাপারগুলো।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




