নতুন মানুষ আসলে যা হয়, উইকএন্ডে পরিচয় পর্ব, আড্ডা। তখনই জানতে পারলাম যে ববি ভাবী গান করেন। গান শুনে তো আমরা চমকে উঠলাম। কি অসাধারন গায়কী আর সুরের খেলা! আহা! আপনাদের কারো যন্ত্রাংশ ছাড়া সামনা সামনী ভালো কোন গায়ক বা গায়ীকার গান শোনার অভিজ্ঞতা আছে কিনা জানি না। যদি থাকে তাহলে বুঝবেন, পুরো শরীর যেন ঝংকার দিয়ে ওঠে তখন। বাইর ঝুম বৃষ্টি।
তারপর পরই তো আমরা ববি ভাবীর ফ্যান হয়ে গেলাম। যে কোন অনুষ্ঠান হলেই ববি ভাবীর গান আমাদের শোনা চাইই। জানলাম যশোরের মেয়ে ববি ভাবী বিটিভির এনলিস্টেড গায়িকা ছিলেন। সৎ স্কুল শিক্ষক বাবার স্বপ্ন পুরনে গান শেখায় হাতে খড়ি ববি ভাবীর। এলেম নিয়েছেন ফেরদৌস আরা আর অনীল কুমারের মত সঙ্গীত ব্যাক্তিত্বের কাছ থেকে। ইডেনে পড়ার সময় প্রধানমন্ত্রীর হাতে পুরষ্কারও পেয়েছিলেন।
তখনও কি জানি যে আমাদের জন্য আরেকটা চমক অপেক্ষা করছিল। এবারে ক্লোজ আপ ওয়ান যখন আমাদের শহরে আসল তখন জানতাম যে ববি ভাবীর নিঘর্াত পার হয়ে যাবেন। কিন্তু সমগ্র আমেরিকা থেকে যখন একমাত্র প্রতিযোগীনী হিসেবে ভাবী সিলেক্টেড হলো আমরা তো থ!
তারার জন্ম দেখিনি কখনো। দুর থেকে দেখেছি কেবল। বড় সাধও হয়েছে কখনও কখনও ছুঁয়ে দেখি। কিন্তু ববি ভাবীকে যখন ক্লোজ আপ ওয়ানের ভিডিওতে দেখলাম তখন ভেবেছি এভাবেই জন্ম হয় একটি তারার!
1। বিডি বাংলায় ববি ভাবীর [link|http://www.bdbangla.com/bdforum/index.php?option=com_content&task=view&id=178&Itemid=124|
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





